চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:৩৫

চাঁদপুর, ৭ মে ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ দু’টি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর ১টার দিকে জেলা সদরের দেবপুর মাদ্রাসার সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনাম হোসেন জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের মুন্সিবাড়ির খোরশেদ আলমের ছেলে। পেশায় তিনি শ্রমিক।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আর পাঁচজন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মিজানুর রহমান জানান, চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক দিয়ে চলছিল। পথিমধ্যে সিএনজি চালিত অটোরিকশাটি দেবপুর মাদ্রাসার সামনে পৌঁছালে ওইসময় একটি শিশু সড়ক পারাপার করছিল। শিশুটিকে বাঁচাতে গিয়ে হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা চাঁদপুরমুখী আরেকটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনাম হোসেন নামে অটোরিকশার একজন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। হতাহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলাল জানান, আহতদের মধ্যে শিশু আয়েশাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ঘটনাটি সদর ও হাজীগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০