আমদানি করা ৩০টি কংক্রিট মিক্সার লরি নিলামে তুললো চট্টগ্রাম কাস্টমস

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:৪১
ছবি : বাসস

চট্টগ্রাম, ৭মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দর দিয়ে ২০২৩ সালে আমদানি করা স্যানি ব্র্যান্ডের নতুন ৩০টি ১০ চাকার কংক্রিট মিক্সার লরি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। ৭ থেকে ২১ মে দুপুর পর্যন্ত নিলামের প্রস্তাবিত মূল্য গ্রহণ করবে চট্টগ্রাম কাস্টমস। 

বুধবার সকালে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা ই-অকশনের মাধ্যমে এ গাড়িগুলো নিলামে তুলে।

কাস্টমস কর্মকর্তারা জানান, নিলামে তোলা ৩০টি লরির মধ্যে ১৫টিতে ১০ চাকা উল্লেখ করা হয়। তবে ক্যাটালগ দেখে জানা যায়, সবগুলো গাড়িই ১০ চাকার। ২০২৩ সালে এ গাড়িগুলো নতুন অবস্থায় চট্টগ্রাম বন্দরে আনা হয়। তাই গাড়িগুলো নতুন অবস্থাতেই রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 

আজ বুধবার থেকে আগামী ২১ মে দুপুর ২টা পর্যন্ত এই নিলামের প্রস্তাবিত মূল্য গ্রহণ করা হবে। এরমধ্যে ১৩ এবং ১৪ মে দুইদিন গাড়িগুলো আগ্রহীরা দেখার সুযোগ পাবেন।

নিলামের দায়িত্বশীল রাজস্ব কর্মকর্তা বিজন কুমার তালুকদার বলেন, একজন আমদানিকারকের আনা ৩০টি গাড়ি আমরা আলাদা-আলাদা করে নিলামে তুলেছি। যেন কেউ চাইলে একটি গাড়িও নিতে পারেন। শুল্কায়নের পর দুই ধরনের দরে গাড়িগুলো রাখা হয়েছে। এরমধ্যে ১৫টি গাড়ির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৬৩ লাখ ৭২ হাজার ৪১৯ টাকা এবং বাকি ১৫টি ৭৫ লাখ ৯১ হাজার ৪৯১ টাকা।

নিলামে বিডারদের আগ্রহ থাকা প্রসঙ্গে নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, এ গাড়িগুলো দ্রুত নিলামে তোলার কারণে বিডাররা আগ্রহী হবে। ক্যাটালগ অনুযায়ী, গাড়িগুলোর কনডিশন ভালো হওয়ার কথা। এরপরও প্রদর্শনের দিন বাকিটা বোঝা যাবে। কাস্টমসের নিলামে দ্রুততা আনাটা ভালো দিক।

তবে সংরক্ষিত মূল্য আরও কম রাখলে অল্প সময়ে কাস্টমস গাড়ি বিক্রি করে রাজস্ব আহরণ করতে পারতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
১০