চট্টগ্রামে র‌্যাব অফিস থেকে এএসপি’র গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশেই ছিল অভিমানী চিরকুট 

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ২১:২৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, ৭ মে ২০২৫ (বাসস): চট্টগ্রামে র‌্যাব-৭ এর এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ র‌্যাব-৭ এর ব্যাটালিয়ন সদর চান্দগাঁও ক্যাম্প থেকে বুধবার (৭ মে) দুপুরে উদ্ধার করা হয়। র‌্যাব-৭’র চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। মরদেহের পাশ থেকে একটি অভিমানী চিরকুট উদ্ধার হয়েছে।

জানা গেছে, নিহত পলাশ সাহা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মৃত বিনয় সাহার ছেলে। তিনি চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৭ তম ব্যাচের কর্মকর্তা। পলাশ সাহা একসময় পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ বদলি হয়ে র‌্যাবে পাঠানো হয়।

ওই চিরকুটে উল্লেখ করা হয়, ‘আমার মৃত্যুর জনা মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।‬‎’

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত এএসপি পলাশ সাহা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রথমে অস্ত্র ইস্যু করে তিনি নিজের অফিস রুমে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র‌্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। ওই সময় তার নামে ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়। পরবর্তী সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, বেলা ১২টার দিকে র‌্যাবের এক কর্মকর্তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রযুক্তি নির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ:পরিবেশ ও বন উপদেষ্টা
নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা : নৌ পরিবহন উপদেষ্টা
পুরনো ভিডিও দিয়ে ডাকসু নির্বাচন নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
চট্টগ্রামে অনুমোদনহীন পানির কারখানা সিলগালা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ডিসিসিআই সভাপতির দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত
লন্ডনের ট্রেন শ্রমিকদের ধর্মঘটে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত
নওয়াজের হ্যাটট্রিকে আফগানিস্তানকে গুড়িয়ে শিরোপা জিতল পাকিস্তান
ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে এখনো আটক ৬০০
১০