তারুণ্যের উৎসবের প্রচার কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ২২:৪৫
ছবি : বাসস

সিলেট, ১০ মে, ২০২৫ (বাসস) : সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে সিলেটে তারুণ্যের উৎসব প্রচার কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে আজ শনিবার সিলেট নগরের একটি হোটেলের হলরুমে দুই দিনব্যাপী এই সেমিনারের সমাপনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তৃতায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেন, ‘সৎ সাহস নিয়ে জনগণের সেবা করতে পারলে দেশের দ্রুত উন্নয়ন হবে। সীমিত সম্পদের সুষম ব্যবহার করে জনগণকে উদ্বুদ্ধ করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। মানবিক হয়ে অন্যের জন্য করতে পারলে দেশ ও জাতির উপকার হয়।’

তিনি আরও বলেন, ‘কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে সরকারের সেবা দ্রুত জনগণের কাছে পৌঁছানো যাবে।’

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সালাহ উদ্দিন। আগামী দিনের কার্যক্রমের ধরন, তারুণ্যের ক্ষমতা, শিল্পবিপ্লব, আগামী দিনের কর্মসংস্থান, সামাজিক পরিবর্তন ও সামাজিক সেবা বৃদ্ধি, কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন, সামাজিক ন্যায়বিচার ইত্যাদি বিষয় তার উপস্থাপনায় উঠে আসে।

সেমিনারটিতে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনুসুয়া বড়ুয়া সৃজনশীলতা, নেতৃত্ব ও স্বেচ্ছাসেবায় তরুণদের ভূমিকা এবং পরিচালক ডালিয়া ইয়াসমিন তারুণ্যের ভাবনা ও রাষ্ট্রীয় যোগাযোগ কৌশল নিয়ে বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, ‘গুজব প্রতিরোধ ও শনাক্তে কার্যকরী উদ্যোগ জরুরি। ডিজিটাল যুগে তথ্য যেমন দ্রুত ছড়ায় তেমনি ভুল তথ্য বা অপতথ্য আরও দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সামাজিক বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি হয়।’

তিনি গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকা, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করা এবং সমাজকে তথ্য সচেতন করে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারটিতে সঞ্চালনা করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক ফাহিমা জাহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপন পরবর্তী কর্মদিবসে : আইন উপদেষ্টা
রুয়েটে নবীনবরণ অনুষ্ঠিত
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারত ও পাকিস্তানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নজর দিচ্ছে নেপাল : রাষ্ট্রদূত
মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য দিবস ‘মা দিবস’: তারেক রহমান
৮ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেফতার
সিলেটে কোরবানিযোগ্য পশু তিন লাখ ৯ হাজার
সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পাঁচ সদস্য গ্রেফতার
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
সীমান্তে বসবাসকারীদের সচেতনতা ও সতর্কতা বৃদ্ধিতে ঝিনাইদহে বিজিবির মতবিনিময়
১০