আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ২৩:০২
ছবি : সংগৃহীত

সিলেট, ১০ মে, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার সঙ্গে একাত্মতা জানিয়ে সিলেটেও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

আজ শনিবার বিকেল তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্রশিবিরসহ জুলাই অভ্যুত্থানের স্টেকহোল্ডার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

এই সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।

গণজমায়েতের কারণে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের একটি অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা দাবি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না।

তারা আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এখনও ‘জুলাই ঘোষণাপত্র’ জারি না করায় আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমইউতে ক্যান্সারের আধুনিক চিকিৎসা বিষয়ে একাডেমিক সেশন
এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি
ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
১০