আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ২৩:০২
ছবি : সংগৃহীত

সিলেট, ১০ মে, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার সঙ্গে একাত্মতা জানিয়ে সিলেটেও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

আজ শনিবার বিকেল তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্রশিবিরসহ জুলাই অভ্যুত্থানের স্টেকহোল্ডার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

এই সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।

গণজমায়েতের কারণে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের একটি অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা দাবি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না।

তারা আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এখনও ‘জুলাই ঘোষণাপত্র’ জারি না করায় আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের তালিকা
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আহ্বান খেলাফত মজলিসের 
ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১০