মহামানবদের বচন কালেরসীমা অতিক্রম করে মানুষকে সত্যের পথ দেখায় : তারেক রহমান 

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ২৩:৩৮
ছবি : বাসস

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহামানবদের বচন কালেরসীমা অতিক্রম করে বিভ্রান্ত মানুষকে সত্যের পথ দেখায় এবং কল্যাণের পথে যেতে প্রেরণা যোগায়। 

তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন।

তারেক রহমান বরেন, মহামতি গৌতম বুদ্ধ ছিলেন অহিংস, ন্যায় ও সাম্যনীতির এক চিরকালীন কন্ঠস্বর। তাঁর অনুশাসনও ছিল আত্মজয় ও আত্মপ্রতিষ্ঠার পক্ষে। 

এ উপলক্ষে তিনি বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন জানান। একই সাথে বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক রহমান।

বুদ্ধ পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে ‘বুদ্ধ পূর্ণিমা’ উদযাপিত হয়। 

তারেক রহমান জানান, মহামানব গৌতম বুদ্ধ বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেন। বৈশাখ মাসের এই পূর্ণিমাতেই মহামানব বুদ্ধের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলেই এ দিনটি বৌদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। বৌদ্ধ পূর্ণিমাতেই গৌতম বুদ্ধের  জন্ম হয় এবং  বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন। অহমের মাত্রাকে অতিক্রম করে তিনি অসীম জ্ঞান লাভ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের তালিকা
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আহ্বান খেলাফত মজলিসের 
ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১০