রুয়েটে নবীনবরণ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১১ মে ২০২৫, ০০:৪৬

রাজশাহী, ১০মে, ২০২৫ (বাসস) : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নতুন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্টানটি হয়। উৎসবমুখর পরিবেশে নবাগতদের বরণ করে নেয় কর্তৃপক্ষ।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান। তিনি তাদের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে রুয়েটের শিক্ষা, গবেষণা ও সহপাঠ কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে উপাচার্য বলেন, দায়িত্বশীলতার সঙ্গে ছাত্রজীবন উপভোগ করতে হবে।

তিনি আরও বলেন, ‘শিক্ষার উদ্দেশ্য হলো বাস্তবতা থেকে জ্ঞান অর্জন করে তা মানবকল্যাণে ব্যবহার করা।’ আধুনিক ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে অংশ নিতেও তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন ।

রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক আবদুল কাদের জিলানী, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ এবং যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক নুরুল ইসলাম।

রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী শিক্ষাবিধি, শৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাগত ও গবেষণা কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। এ বছর রুয়েটে বিভিন্ন অনুষদের ১৪টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমইউতে ক্যান্সারের আধুনিক চিকিৎসা বিষয়ে একাডেমিক সেশন
এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি
ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
১০