মাদ্রাসার ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ 

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২০:১৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মাদ্রাসার ফাজিল (স্নাতক) পাস-২০২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. মো. শামছুল আলম আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। পাসের হার ৯৩ শতাংশ।

এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপাচার্যের কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিন ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন। 

এ বছরের ১৪ জানুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। ফাজিল পরীক্ষায় তিন বর্ষে সর্বমোট ১ লাখ ১৭ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে ১ লাখ ৯ হাজার ৮২৮ জন উত্তীর্ণ হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রকাশিত ফলাফলে ১ম বর্ষে পাসের হার ৯০ দশমিক ৪৮ শতাংশ, ২য় বর্ষে ৯৪ দশমিক ৭৪ শতাংশ এবং তৃতীয় বর্ষে পাসের হার ৯৬ দশমিক ৫৫ শতাংশ।

এবারের ফলাফলে মেধা তালিকায় ১ম বর্ষে পিরোজপুরের ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার এবং ২য় ও ৩য় বর্ষে চট্টগ্রাম জেলার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রথম স্থান অধিকার করেছে। 

ফলাফল প্রকাশের পর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্প সময়ে ফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iau.edu.bd) থেকে বিস্তারিত ফলাফল জানতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০