চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে ই-কার সেবা চালু

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২১:২৮ আপডেট: : ১৩ মে ২০২৫, ২২:১৭
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থী ও আগতদের জন্য পরিবেশবান্ধব এবং আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলেকট্রিক কার (ই-কার)।

আজ মঙ্গলবার (১৩ মে) থেকে আগামী দুইদিন ক্যাম্পাস জুড়ে ৪টি ই-কার চলাচল করবে বলে জানিয়েছেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, ‘আজ থেকে দুইদিন ই-কারগুলো পরীক্ষামূলকভাবে চলবে। যদি এটি সফল হয়, তাহলে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রীসেবা চালু করা হবে।’

ড. মো. কামাল আরও জানান, ই-কারগুলো মঙ্গলবারই ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ক্যাম্পাসে আনা হয়েছে। এর সুষ্ঠু ব্যবহার ও কার্যকারিতা দেখে শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে তারা এই সেবা চান কিনা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ই-কার চালু হলে চবি ক্যাম্পাসে পরিবেশ দূষণ কমবে এবং অভ্যন্তরীণ যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। পরীক্ষামূলক চলাচলের সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মতামত নেয়া হবে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০