চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে ই-কার সেবা চালু

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২১:২৮ আপডেট: : ১৩ মে ২০২৫, ২২:১৭
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থী ও আগতদের জন্য পরিবেশবান্ধব এবং আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলেকট্রিক কার (ই-কার)।

আজ মঙ্গলবার (১৩ মে) থেকে আগামী দুইদিন ক্যাম্পাস জুড়ে ৪টি ই-কার চলাচল করবে বলে জানিয়েছেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, ‘আজ থেকে দুইদিন ই-কারগুলো পরীক্ষামূলকভাবে চলবে। যদি এটি সফল হয়, তাহলে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রীসেবা চালু করা হবে।’

ড. মো. কামাল আরও জানান, ই-কারগুলো মঙ্গলবারই ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ক্যাম্পাসে আনা হয়েছে। এর সুষ্ঠু ব্যবহার ও কার্যকারিতা দেখে শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেবে তারা এই সেবা চান কিনা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ই-কার চালু হলে চবি ক্যাম্পাসে পরিবেশ দূষণ কমবে এবং অভ্যন্তরীণ যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। পরীক্ষামূলক চলাচলের সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মতামত নেয়া হবে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০