জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২১:৪৪
ছবি : সংগৃহীত

টাঙ্গাইল ১৩ মে ২০২৫ (বাসস) : জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’  ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয়েছে।

পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ফল gstadmisson.ac.bd ওয়েবসাইটে লগইন করে জানতে পারবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্যান্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম ফল ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংকালে বিস্তারিত তথ্য তুলে ধরেন। 

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪২ হাজার ৭ শ ১৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ২৫ হাজার ৫ শ ৫৩ জন (শতকরা ৮৭.৯৮)। কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪ শত ২৫ জন (৪৫.৭৪ শতাংশ) এবং অকৃতকার্য সংখ্যা ৬৮ হাজার ১ শ ২৮ জন (৫৪.২৬শতাংশ)। অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ১ শ ৬১ জন (১২.০২ শতাংশ)। ওএমআর বাতিলের সংখ্যা ৩৯ টি। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ‘সি’, ২ মে ‘বি’ এবং ৯ মে তারিখে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলও প্রকাশিত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে প্রান্তিক কৃষকদের নিয়ে এগ্রোইকোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত
শান্ত অবস্থায় ফিরছে নেপাল
জাতিসংঘের সাধারণ পরিষদে হামাস-মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ
রাজবাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
সাংবাদিক শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির
১০