বর্জ্য থেকে গ্যাস উৎপাদনে চসিক-বিএন্ডএফ সমঝোতা স্মারক স্বাক্ষর

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২২:০৪ আপডেট: : ১৩ মে ২০২৫, ২২:১৭
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান বিএন্ডএফ-এর মধ্যে বর্জ্য থেকে গ্যাস উৎপাদন বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, চসিক সচিব আশরাফুল আমিন, বিএন্ডএফ-এর পক্ষে মেজর নাসিম উদ্দিন, নফিল তামিম খান, ভিডাব্লিউ পার্ক ও তারানুম বিনতে নাসিম।

এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামের দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার টেকসই সমাধানে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবহারযোগ্য গ্যাস উৎপাদনের মাধ্যমে আমরা নগরবাসীকে সেবা দেওয়ার নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছি।’

বিএন্ডএফ-এর প্রতিনিধি অ্যাডভোকেট তারানুম বিনতে নাসিম জানান, প্রতিষ্ঠানটি শুরুতে সম্ভাব্যতা যাচাই করে দেখবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চসিকের ল্যান্ডফিল্ডে থাকা বর্জ্য ব্যবহার করে গ্যাস উৎপাদন করা হবে এবং তা বাখরাবাদ ও কর্ণফুলীর মতো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। উৎপাদিত গ্যাস বিক্রির লভ্যাংশ চসিকের সঙ্গে ভাগাভাগি করা হবে। এই প্রকল্পে চসিককে কোনো আর্থিক বিনিয়োগ করতে হবে না বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
১০