চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলায় ১৩ বছর পর বিএনপি-জামায়াতের ৬৪ নেতা-কর্মী খালাস

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২২:১৯

চাঁপাইনবাবগঞ্জ, ১৩ মে, ২০২৫ (বাসস) : জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে একটি দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় ১৩ বছর পর সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু তালেব এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ। 

মামলার নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ৪ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার কানাসাট বাজারে রনি ইঞ্জিনিয়ার নামে একটি দোকানে হামলা, ভাঙচুর ও ১ লাখ ২৫ হাজার টাকা লুটপাটের অভিযোগে এসআই নূরে আলম সিদ্দিকী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী শহিদ মিয়া ও কানসাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সারওয়ার আবেদীনসহ বিএনপি ও জামায়াতের ৬৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়। আদালত রায়ে উল্লেখ করেন, মামলার আলামত ও সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামীদের বেকসুর খালাস দেয়া হলো।

আসামিপক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ রায়ের পর প্রতিক্রিয়ায় বলেন, তুচ্ছ একটি ঘটনায় ১৩ বছর ধরে আমাদের মক্কেলদের হয়রানি করা হয়েছে। আজ ন্যায়বিচার পেয়েছি। এ রায়ে আমরা সন্তুষ্ট। 

খালাস পাওয়া আসামিদের একজন শহিদুল হক হায়দারী শহিদ মিয়া বলেন, সরকারি দমন-পীড়নের অংশ হিসেবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অনেক সাধারণ মানুষ এসব মামলায় জুলুম-নির্যাতনের শিকার হয়েছে, কারাভোগ করেছে। আজ ১৩ বছর পর আমরা খালাস পেলাম—এ জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মামলার খালাসপ্রাপ্ত অন্য আসামীরাও আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
১০