জুলাই বিপ্লবে মাগুরায় শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২২:৪০
ছবি : বাসস

মাগুরা, ১৩ মে, ২০২৫ (বাসস) : ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে মাগুরায় শহিদ ১০ জনের পরিবার এবং আহত ২৪১ জনের মাঝে সঞ্চয়পত্র ও আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৩ মে) বিকাল ৩টায় জেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম শহিদ পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার সঞ্চয়পত্র এবং আহত প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ কোটি ৪১ লাখ টাকার চেক দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,২০২৪ সালের জুলাই-আগস্টে মাগুরায় যে গণজাগরণ হয়েছিল, তা ছিল এদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যারা শহিদ হয়েছেন, তারা শ্রদ্ধার পাত্র। যারা আহত হয়েছেন, তাদের ত্যাগকেও গভীরভাবে স্মরণ করি। সরকার ও প্রশাসন সবসময় এই সাহসী মানুষের পাশে আছে ও থাকবে। আজকের এই অনুদান হয়তো তাদের কষ্টের পূর্ণ সান্ত্বনা নয়, কিন্তু এটি কৃতজ্ঞতার সামান্য প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০