শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২৩:৫৭
মঙ্গলবার নাটোরে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : পিআইডি

নাটোর, ১৩ মে, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক। তবেই শিক্ষার ভীত সুসংহত হবে, পরবর্তীতে শিক্ষার্থীরা মানবসম্পদে পরিণত হবে। 

আজ মঙ্গলবার বিকেলে তিনটায় জেলা পরিষদ মিলনায়তনে নাটোর জেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক সবচে’ গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক মানবিক হলে সারাজীবন শিক্ষার্থী ঐ সম্পর্ককে ধারণ করবে। তাই পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কো-কারিকুলামে অভ্যস্ত করতে হবে এবং নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে, তাদের মধ্যে দলগত প্রচেষ্টার ধারণা সুসংহত করতে হবে। তবেই শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটবে, দক্ষ মানব সম্পদে পরিণত হবে।

তিনি বলেন, শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে অক্ষরজ্ঞান সম্পন্ন করে গড়ে তুলতে হবে, সাবলিলভাবে পড়ার দক্ষতা তৈরী করে দিতে হবে। মাতৃভাষা এবং গণিতে দক্ষ করে তুলতে হবে। একজন শিক্ষার্থী মাতৃভাষায় দক্ষতা অর্জন করতে পারলে অন্য ভাষা বা যে কোন শাস্ত্র তার জন্যে সহজ হয়ে যাবে। এরফলে মজবুত ভীতের উপর দাঁড়িয়ে পরবর্তী শিক্ষা জীবনে সফলতা অর্জন করা সম্ভব হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্ব দক্ষতায় বিদ্যালয় সফলতা লাভ করে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘শিক্ষার্থীদের সম্পূর্ণ বিকাশকে সম্ভব করে তোলার মাধ্যমে বৈষম্যমুক্ত শক্তিশালী জাতি গঠনে শিক্ষকবৃন্দ অবদান রাখতে পারেন। পাশাপাশি অভিভাবক এবং স্থানীয় কমিউনিটির সাথে প্রধান শিক্ষক সুসম্পর্ক বজায় রেখে চলবেন। তবে সফলতা অনিবার্য।’   
 
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী।
উপদেষ্টা সকালে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রুম টু রিড’ এর কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি : প্রতিবাদে মানববন্ধন
সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান
শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে : আমীর খসরু 
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ 
স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব
জুলাই বিপ্লবে মাগুরায় শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলায় ১৩ বছর পর বিএনপি-জামায়াতের ৬৪ নেতা-কর্মী খালাস
১০