সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:২০

চট্টগ্রাম (উত্তর), ১৫ মে ২০২৫ (বাসস):  জেলার সীতাকুণ্ডে সড়ক পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই পথচারী। 

আজ সকাল সাড়ে ৭ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল হোসেন উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বৃদ্ধ আবুল হোসেনসহ তিন পথচারী হেঁটে একসাথে রাস্তা পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেনসহ তিন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম বলেন, পিকআপ ভ্যানের চাপায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যায়। মহাসড়ক থেকে পিকআপ ভ্যানটি আটক করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০