সিঙ্গাইরে জনপ্রিয় হচ্ছে পেঁপে চাষ

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:৩৮
প্রতীকী ছবি

মানিকগঞ্জ, ১৫ মে, ২০২৫(বাসস) : মানিকগঞ্জের সিঙ্গাইরে দ্রুত জনপ্রিয় হচ্ছে পেঁপে চাষ। ফলন ভালো, দাম ভালো তাই লাভও বেশি। বাজারে চাহিদা বাড়ায় উৎসাহী হচ্ছেন কৃষকেরা।

উপজেলার মাঠজুড়ে এখন সবুজ পেঁপে গাছ। কেউ ফল তুলছেন, কেউ দিচ্ছেন সার-পানি, আবার কেউ লাগাচ্ছেন নতুন চারা।

কৃষি কর্মকর্তারা জানাচ্ছেন, উচ্চফলনশীল জাত সহজে পাওয়া যাচ্ছে। এতে ফলন দ্রুত হয়, খরচ কম পড়ে, লাভ বেশি হয়। এক সময় শুধু বাড়ির আঙিনায় পেঁপে গাছ লাগানো হতো। এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। প্রতিবছর জমির পরিমাণ বাড়ছে।

চর আজিমপুর গ্রামের জুরান খান ও ভানু বিবি জানান, এ বছর ৮ থেকে ১০ লাখ টাকা লাভের আশা করছেন। বেগুনটুবি গ্রামের আবু তাহের জানান, ছয় বিঘা জমির ফল বিক্রি করে এরই মধ্যে দেড় লাখ টাকা আয় করেছেন। পুরো মৌসুমে ৫-৬ লাখ টাকা লাভ হতে পারে বলে মনে করছেন তিনি। শায়েস্তা ও তালেবপুর ইউনিয়নের বেশ কয়েকজন চাষি জানিয়েছেন, তাদের গাছ ভালো বেড়েছে। ফলন নিয়েও আশাবাদী তারা।

প্রতিদিন হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের পাশে দাঁড়িয়ে থাকেন চাষিরা। পাকা ও কাঁচা নানা জাতের পেঁপে বিক্রি করেন পথচারীদের কাছে। উৎপাদন বাড়ায় উপকার পাচ্ছেন ভোক্তারাও। দাম সাশ্রয়ী হওয়ায় খুশি ক্রেতারা।

সিঙ্গাইরের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে চাষিরা ফল তুলছেন, নতুন চারাও লাগাচ্ছেন। একটি গাছের নিচেই গজাচ্ছে পরের প্রজন্মের গাছ।

উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন জানান, এ মৌসুমে ৮৫০ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ১৭ হাজার টন ফল।

তিনি বলেন, চাষিদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাঠ পরিদর্শন করে পরামর্শ দেওয়া হচ্ছে যেন ফলন আরো বাড়ে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, সিঙ্গাইরের মাটি পেঁপে চাষের জন্য আদর্শ। এখানকার পেঁপে স্বাদে ও গুণে ভালো।

ব্যবসায়ীরা বলছেন, পেঁপে এখন ফলের চেয়ে সবজি হিসেবেই বেশি ব্যবহার হয়। জেলার চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের নানা জায়গায় যাচ্ছে সিঙ্গাইরের পেঁপে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের অধিকার কারও নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
পাকিস্তানের ঘটনাকে বাংলাদেশের দাবি করা ভুয়া ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা আটক
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নেই উদযাপিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নেপালে ‘দুর্নীতি বন্ধের’ জন্য বিক্ষোভকারীদের দাবি মেনে চলার অঙ্গীকার কার্কির
চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু ইসির
আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ শুরু কাল
জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকছেন প্রধান উপদেষ্টা
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৩০ নভেম্বর
১০