সিঙ্গাইরে জনপ্রিয় হচ্ছে পেঁপে চাষ

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:৩৮
প্রতীকী ছবি

মানিকগঞ্জ, ১৫ মে, ২০২৫(বাসস) : মানিকগঞ্জের সিঙ্গাইরে দ্রুত জনপ্রিয় হচ্ছে পেঁপে চাষ। ফলন ভালো, দাম ভালো তাই লাভও বেশি। বাজারে চাহিদা বাড়ায় উৎসাহী হচ্ছেন কৃষকেরা।

উপজেলার মাঠজুড়ে এখন সবুজ পেঁপে গাছ। কেউ ফল তুলছেন, কেউ দিচ্ছেন সার-পানি, আবার কেউ লাগাচ্ছেন নতুন চারা।

কৃষি কর্মকর্তারা জানাচ্ছেন, উচ্চফলনশীল জাত সহজে পাওয়া যাচ্ছে। এতে ফলন দ্রুত হয়, খরচ কম পড়ে, লাভ বেশি হয়। এক সময় শুধু বাড়ির আঙিনায় পেঁপে গাছ লাগানো হতো। এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। প্রতিবছর জমির পরিমাণ বাড়ছে।

চর আজিমপুর গ্রামের জুরান খান ও ভানু বিবি জানান, এ বছর ৮ থেকে ১০ লাখ টাকা লাভের আশা করছেন। বেগুনটুবি গ্রামের আবু তাহের জানান, ছয় বিঘা জমির ফল বিক্রি করে এরই মধ্যে দেড় লাখ টাকা আয় করেছেন। পুরো মৌসুমে ৫-৬ লাখ টাকা লাভ হতে পারে বলে মনে করছেন তিনি। শায়েস্তা ও তালেবপুর ইউনিয়নের বেশ কয়েকজন চাষি জানিয়েছেন, তাদের গাছ ভালো বেড়েছে। ফলন নিয়েও আশাবাদী তারা।

প্রতিদিন হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের পাশে দাঁড়িয়ে থাকেন চাষিরা। পাকা ও কাঁচা নানা জাতের পেঁপে বিক্রি করেন পথচারীদের কাছে। উৎপাদন বাড়ায় উপকার পাচ্ছেন ভোক্তারাও। দাম সাশ্রয়ী হওয়ায় খুশি ক্রেতারা।

সিঙ্গাইরের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে চাষিরা ফল তুলছেন, নতুন চারাও লাগাচ্ছেন। একটি গাছের নিচেই গজাচ্ছে পরের প্রজন্মের গাছ।

উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন জানান, এ মৌসুমে ৮৫০ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ১৭ হাজার টন ফল।

তিনি বলেন, চাষিদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাঠ পরিদর্শন করে পরামর্শ দেওয়া হচ্ছে যেন ফলন আরো বাড়ে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, সিঙ্গাইরের মাটি পেঁপে চাষের জন্য আদর্শ। এখানকার পেঁপে স্বাদে ও গুণে ভালো।

ব্যবসায়ীরা বলছেন, পেঁপে এখন ফলের চেয়ে সবজি হিসেবেই বেশি ব্যবহার হয়। জেলার চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের নানা জায়গায় যাচ্ছে সিঙ্গাইরের পেঁপে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০