মাদারীপুর, ১৭ মে, ২০২০ (বাসস) : জেলার শিবচরের পাঁচ্চরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির (অজ্ঞাত) মৃত্যু হয়েছে।
আজ সকালে উপজেলার পাঁচ্চর গোলচত্ত্বর সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারে কাজ করছে।
জানা গেছে, সকালে পাঁচ্চরে স্থানীয়রা ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন চলে যাবার কিছুক্ষণ পর রেল লাইনে একাধিক টুকরো হয়ে যাওয়া লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান,'আমরা রেল লাইন পার হওয়ার সময় রেল লাইনের উপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা টুকরো হয়ে যাওয়া লাশ দেখতে পাই। সকালের ট্রেনে দুর্ঘটনাটি হয়ে থাকতে পারে। নিহত ব্যক্তিকে চেনার উপায় নাই।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান শিকদার বলেন,'ট্রেনে কাটা পড়েই লোকটি মারা গেছে। লাশ চেনার উপায় নেই। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।'