মাদারীপুরে পিকনিকের ট্রলার ডুবে এক যুবক নিখোঁজ

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৩:৪৩
মাদারীপুরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া যুবককে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: বাসস

মাদারীপুর, ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে সুমন সিপাহী (৩৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার বিকেলে ট্রলারে একটি পিকনিকের আয়োজন করা হয়। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারটি ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়। পরে চিৎকার চেঁচামেচি শুরু হলে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে ট্রলার চালক কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী। 

এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আজ শনিবার সকালে নিখোঁজ সুমনকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

জেলায় ফায়ার সার্ভিসের লিডার জাহেদুল ইসলাম ভুইয়া জানান, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারের কার্যক্রম চালানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবরিদল চেষ্টা করছে উদ্ধারের।। সুমনকে না পাওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
কানের আসরে প্রথমবারের মতো জায়গা করে নিল নলিউড
আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : সালাহউদ্দিন আহমেদ
জবিতে ৩য় পর্যায়ে বিষয় প্রাপ্তদের ভর্তি ফি জমার নির্দেশ
ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ১৩ টি ওষুধের দোকানকে জরিমানা
আরব সম্মেলনে স্পেনের আহ্বান: গাজায় ‘গণহত্যা বন্ধে’ ইসরাইলের ওপর চাপ বাড়াতে হবে
ইউরোভিশন ২০২৫ : ফাইনাল পর্বে আলো, ক্যামেরা আর সংগীতের ঝলক
২০২৫-২৬ অর্থবছরের ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি বিবেচনায় এনইসি বৈঠক আগামীকাল 
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
১০