হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৪:০৪

চট্টগ্রাম (উত্তর), ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলার হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল মুনতাসির (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হাটহাজারী পৌরসভার বড়ুয়া পাড়াস্থ হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাসির উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ হেদায়েত আলী বাড়ির প্রবাসী মো. কামাল উদ্দিনের ছেলে। গুরুতর আহত তুষার ফটিকছড়ি উপজেলার বক্তপুর তালুকদার বাড়ির মো. নুরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিহত ফয়সাল মুনতাসির তার বন্ধু তুষার আবদুল্লাহ সহ মোটরসাইকেল চালিয়ে সমিতিরহাট এলাকায় এক বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করার সময় নাজিরহাটমুখী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুইজন গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মুনতাসিরকে মৃত ঘোষণা করেন। আহত তুষারকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আসাদুল্লাহ হাওলাদার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০