নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রপাতে মৃত্যু দুজনের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৪:৫২
নেত্রকোনার হাওর উপজেলার মোহনগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু। ছবি: বাসস

নেত্রকোনা, ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলার হাওর উপজেলা মোহনগঞ্জে বজ্রপাতে মৃত্যু দুজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী।

আজ শনিবার সকাল ৭ টায় উপজেলার  ৪ নং মাঘান ইউনিয়নের পেরিরচর গ্রামের পেরির বিলে  থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুজন একই গ্রাম পেরিরচর গ্রামের  মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) এবং মজিবুর রহমানের ছেলে তানজিদ(১৮)।

তাদের প্রতিবেশী এবং ৪নং মাঘান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ জানান,গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় পাপ্পু মিয়া ও তানজিদ নৌকা দিয়ে পেরিরচরের পেরিরবিলে মাছ ধরতে যায়। সাড়ে চারটার দিকে বজ্রপাত হলে উভয়ই  বজ্রপাতে মারা যান। পরিবারের লোকজন মনে করছেন  তারা দূরে কোথাও মাছ ধরতে গিয়েছে। তাই তারা রাতে খোঁজাখুঁজি করেনি। 

আজ সকালে দুজনের কেউই বাড়ি ফিরে না আসায় বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাতটায়  সময়  পাপ্পু মিয়ার স্ত্রী সুবর্ণা আক্তার পেরিরচর পেরির বিলে এসে  নৌকায় দুজনের লাশ দেখতে পান এবং  তার চিৎকারে আশেপাশের লোকজন এসে লাশ দুটি উদ্ধার করেন।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, মৃতরা উপজেলার পেরিরচর গ্রামের বাসিন্দা এবং মামাতো-ফুফাতো ভাই। আমরা খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে টিম পাঠাই। লাশ দুটি পরিবারের কাছে দাফন করার জন্যে হস্তান্তর করা হয়েছে। সরকারি সহায়তার জন্যে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।

বজ্রপাতে মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। তিনি জানান, মৃতদের পরিবারকে সরকারি সহায়তা হিসেবে বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০