নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রপাতে মৃত্যু দুজনের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৪:৫২
নেত্রকোনার হাওর উপজেলার মোহনগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু। ছবি: বাসস

নেত্রকোনা, ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলার হাওর উপজেলা মোহনগঞ্জে বজ্রপাতে মৃত্যু দুজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী।

আজ শনিবার সকাল ৭ টায় উপজেলার  ৪ নং মাঘান ইউনিয়নের পেরিরচর গ্রামের পেরির বিলে  থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুজন একই গ্রাম পেরিরচর গ্রামের  মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) এবং মজিবুর রহমানের ছেলে তানজিদ(১৮)।

তাদের প্রতিবেশী এবং ৪নং মাঘান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ জানান,গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় পাপ্পু মিয়া ও তানজিদ নৌকা দিয়ে পেরিরচরের পেরিরবিলে মাছ ধরতে যায়। সাড়ে চারটার দিকে বজ্রপাত হলে উভয়ই  বজ্রপাতে মারা যান। পরিবারের লোকজন মনে করছেন  তারা দূরে কোথাও মাছ ধরতে গিয়েছে। তাই তারা রাতে খোঁজাখুঁজি করেনি। 

আজ সকালে দুজনের কেউই বাড়ি ফিরে না আসায় বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাতটায়  সময়  পাপ্পু মিয়ার স্ত্রী সুবর্ণা আক্তার পেরিরচর পেরির বিলে এসে  নৌকায় দুজনের লাশ দেখতে পান এবং  তার চিৎকারে আশেপাশের লোকজন এসে লাশ দুটি উদ্ধার করেন।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, মৃতরা উপজেলার পেরিরচর গ্রামের বাসিন্দা এবং মামাতো-ফুফাতো ভাই। আমরা খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে টিম পাঠাই। লাশ দুটি পরিবারের কাছে দাফন করার জন্যে হস্তান্তর করা হয়েছে। সরকারি সহায়তার জন্যে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।

বজ্রপাতে মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। তিনি জানান, মৃতদের পরিবারকে সরকারি সহায়তা হিসেবে বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের ৩ নাগরিক কারাগারে
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে
চট্টগ্রামে সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
কানের আসরে প্রথমবারের মতো জায়গা করে নিল নলিউড
আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : সালাহউদ্দিন আহমেদ
জবিতে ৩য় পর্যায়ে বিষয় প্রাপ্তদের ভর্তি ফি জমার নির্দেশ
ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ১৩ টি ওষুধের দোকানকে জরিমানা
আরব সম্মেলনে স্পেনের আহ্বান: গাজায় ‘গণহত্যা বন্ধে’ ইসরাইলের ওপর চাপ বাড়াতে হবে
ইউরোভিশন ২০২৫ : ফাইনাল পর্বে আলো, ক্যামেরা আর সংগীতের ঝলক
১০