নাটোরে ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৫:০৪
নাটোরে শুক্রবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির শস্য ও ফল আক্রান্ত। ছবি: বাসস

নাটোর, ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলায় গতকাল শুক্রবার রাতে সদর এবং সিংড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির শস্য ও ফল আক্রান্ত হয়েছে। জেলায় গড়ে ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তবে প্রাথমিক জরিপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা সিংড়া। এই উপজেলায় আক্রান্ত জমির পরিমাণ ৮৩ হেক্টর, অবশিষ্ট ২৫ হেক্টর সদর উপজেলায়।

আক্রান্ত শস্যের মধ্যে ৫২ হেক্টর বোরো ধান, ১৩ হেক্টর ভুট্টা, ১০ হেক্টর সবজি। ক্ষতিগ্রস্ত ফলের মধ্যে আম ২০ হেক্টর, লিচু তিন হেক্টর এবং কলা  ১০ হেক্টর।

সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান জানান, উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রাথমিকভাবে জরিপ কাজ সমাধান করেছেন। আক্রান্ত শস্য ও ফলের মধ্যে সবটাই ক্ষতিগ্রস্ত নয়, আক্রান্ত কিছু অংশ ক্ষতিমুক্ত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, পরবর্তী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রাথমিকভাবে আক্রান্ত আবাদী জমি এবং শস্য ও ফলের প্রতিবেদন অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০