নাটোরে ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৫:০৪
নাটোরে শুক্রবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির শস্য ও ফল আক্রান্ত। ছবি: বাসস

নাটোর, ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলায় গতকাল শুক্রবার রাতে সদর এবং সিংড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির শস্য ও ফল আক্রান্ত হয়েছে। জেলায় গড়ে ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তবে প্রাথমিক জরিপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা সিংড়া। এই উপজেলায় আক্রান্ত জমির পরিমাণ ৮৩ হেক্টর, অবশিষ্ট ২৫ হেক্টর সদর উপজেলায়।

আক্রান্ত শস্যের মধ্যে ৫২ হেক্টর বোরো ধান, ১৩ হেক্টর ভুট্টা, ১০ হেক্টর সবজি। ক্ষতিগ্রস্ত ফলের মধ্যে আম ২০ হেক্টর, লিচু তিন হেক্টর এবং কলা  ১০ হেক্টর।

সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান জানান, উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রাথমিকভাবে জরিপ কাজ সমাধান করেছেন। আক্রান্ত শস্য ও ফলের মধ্যে সবটাই ক্ষতিগ্রস্ত নয়, আক্রান্ত কিছু অংশ ক্ষতিমুক্ত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, পরবর্তী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রাথমিকভাবে আক্রান্ত আবাদী জমি এবং শস্য ও ফলের প্রতিবেদন অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
জবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
১০