নাটোরে ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৫:০৪
নাটোরে শুক্রবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির শস্য ও ফল আক্রান্ত। ছবি: বাসস

নাটোর, ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলায় গতকাল শুক্রবার রাতে সদর এবং সিংড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ১০৮ হেক্টর জমির শস্য ও ফল আক্রান্ত হয়েছে। জেলায় গড়ে ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তবে প্রাথমিক জরিপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা সিংড়া। এই উপজেলায় আক্রান্ত জমির পরিমাণ ৮৩ হেক্টর, অবশিষ্ট ২৫ হেক্টর সদর উপজেলায়।

আক্রান্ত শস্যের মধ্যে ৫২ হেক্টর বোরো ধান, ১৩ হেক্টর ভুট্টা, ১০ হেক্টর সবজি। ক্ষতিগ্রস্ত ফলের মধ্যে আম ২০ হেক্টর, লিচু তিন হেক্টর এবং কলা  ১০ হেক্টর।

সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান জানান, উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রাথমিকভাবে জরিপ কাজ সমাধান করেছেন। আক্রান্ত শস্য ও ফলের মধ্যে সবটাই ক্ষতিগ্রস্ত নয়, আক্রান্ত কিছু অংশ ক্ষতিমুক্ত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, পরবর্তী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রাথমিকভাবে আক্রান্ত আবাদী জমি এবং শস্য ও ফলের প্রতিবেদন অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
নিরাপদ সমুদ্র পর্যটনে জরুরি সতর্কবার্তা মন্ত্রণালয়ের
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন
ডা. শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফল প্রকাশ 
মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়া: বরকতউল্লাহ বুলু
নেপালকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০
পরিবেশ সংরক্ষণ করে মাছ উৎপাদন করতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 
১০