ঝালকাঠিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৫:১২
শনিবার সকাল ১০টায় ঝালকাঠির শিল্পকলা একাডেমি থেকে র‌্যালীর মাধ্যমে স্কুল ব্যাংকিং কনফারেন্স এর উদ্বোধন করা হয়। ছবি: বাসস

ঝালকাঠি,  ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় শহরের শিল্পকলা একাডেমি থেকে র‌্যালীর মাধ্যমে কনফারেন্স এর উদ্বোধন করা হয়। জেলার ২৩ টি স্কুলের শিক্ষার্থী এবং ২২ টি  তফসিলি ব্যাংক এতে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক (পরিদর্শন) ইমতিয়াজ আহমেদ মাসুম, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান ও জেলা শিক্ষা অফিসার মো. আ. জব্বার। 

কনফারেন্সে সভাপতিত্ব করেন রুপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল মাহামুদ। এছাড়া ঝালকাঠি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক আবু জাফর, সোনালী ব্যাংকের ম্যানেজার দেবাশিষ কুুন্ডু, অগ্রণী ব্যাংকের ম্যানেজার খলিলুর রহমান, রূপালী ব্যাংকের মো. রোমান, শিক্ষার্থীরা অনিন্দাতা মন্ডল, রেদোয়ান রহমান খান বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় প্রবণতা গড়ে তুলতেই স্কুল ব্যাংকিং কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র জমানো টাকা ব্যাংকে জমা করতে পারবে। তাদের এই হিসাব থেকে কোন চার্জ কাটা হবে না। এছাড়া তাদের জমানো টাকার ওপর লভ্যাংশ দেয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের সহাযোগিতায় লিড ব্যাংক হিসেবে রুপালী ব্যাংক এবং পাশাপাশি জেলার ২২টি ব্যাংক এই কনফারেন্সের আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
জবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
১০