বনরক্ষীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ সচিব

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৬:১৩
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : বনের জমি রক্ষা করতে গিয়ে হামলার শিকার হওয়া বন কর্মকর্তাদের ওপর হামলাকে ‘ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

তিনি বলেন, বনের জমি দখল করতে চাওয়া এক শ্রেণির দুর্বৃত্তচক্র মাঠ পর্যায়ের বন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। যারা দেশের পরিবেশ রক্ষায় কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকালের দায়িত্ব।

শনিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বন বিভাগের বিট অফিসার মহিদুর রহমানকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় সচিব আইনশৃঙ্খলা বাহিনীকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

তিনি আহত কর্মকর্তার চিকিৎসার খোঁজ নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন) শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার  সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের সাভার সাব-বিটের জমি জবরদখলের চেষ্টা প্রতিহত করতে গেলে বিট কর্মকর্তা মহিদুর রহমান জয়সহ ৫ জন বনকর্মী দুর্বৃত্তদের হামলায় আহত হন। মহিদুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে এনসিপির মতবিনিময় সভা
মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, জরিমানা
রাজশাহীতে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার
নির্বাচনী উৎসবে দেশ: ইসির শতভাগ প্রস্তুতি, নজর ভোটার আস্থায়
গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে
পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নেত্রকোণায় বিআরডিবি কর্মকর্তা নিহত
মহাকাশ অভিযানে সর্বকনিষ্ঠ নভোচারী ও  ইঁদুর পাঠাচ্ছে চীন
বাগেরহাটের বিভিন্ন উপজেলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যুক্তরাষ্ট্র ও চীনকে ‘অংশীদার ও বন্ধু’ হতে হবে: সি চিনপিং
১০