দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৬:১৭

দিনাজপুর, ১৭ মে ২০২৫ (বাসস) : জেলার ফুলবাড়ী উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় সোহাগ হোসেন (৩০) ও  তোজাম্মেল হক (৩২) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় জেলার ফুলবাড়ী পৌরসভার সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোসেন জেলার ফুলবাড়ী পৌরসভার শাহবাজপুর এলাকার লুৎফর রহমানের পুত্র এবং নিহত তোজাম্মেল হক (৩২) জেলার বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের নজমুল হকের পুত্র। নিহত তোজাম্মেল হক ফুলবাড়ী পৌর এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

নিহত সোহাগ হোসেন ও তোজাম্মেল হক উভয়েই ফুলবাড়ী সদরে ঢাকা মোড়ের মজনু মিয়া খাবার হোটেলের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সোহাগ হোসেন ও তোজাম্মেল হক একসাথে মোটরসাইকেল যোগে হোটেলের কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে বিরামপুর- গোবিন্দগঞ্জ  আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগ হোসেন ও তোজাম্মেল হক নিহত হন। 

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষযটি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধারের পর ময়না-তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান
সাম্য হত্যার প্রতিবাদে ঢাবিতে মোমবাতি প্রজ্বলন
১০