দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৬:১৭

দিনাজপুর, ১৭ মে ২০২৫ (বাসস) : জেলার ফুলবাড়ী উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় সোহাগ হোসেন (৩০) ও  তোজাম্মেল হক (৩২) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় জেলার ফুলবাড়ী পৌরসভার সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোসেন জেলার ফুলবাড়ী পৌরসভার শাহবাজপুর এলাকার লুৎফর রহমানের পুত্র এবং নিহত তোজাম্মেল হক (৩২) জেলার বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের নজমুল হকের পুত্র। নিহত তোজাম্মেল হক ফুলবাড়ী পৌর এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

নিহত সোহাগ হোসেন ও তোজাম্মেল হক উভয়েই ফুলবাড়ী সদরে ঢাকা মোড়ের মজনু মিয়া খাবার হোটেলের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সোহাগ হোসেন ও তোজাম্মেল হক একসাথে মোটরসাইকেল যোগে হোটেলের কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে বিরামপুর- গোবিন্দগঞ্জ  আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগ হোসেন ও তোজাম্মেল হক নিহত হন। 

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষযটি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধারের পর ময়না-তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
জবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত
ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করল পুলিশ
সেপ্টেম্বর ছিল ইতিহাসের তৃতীয় উঞ্চতম মাস
জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বৈরাচারবিরোধী আন্দোলনে জেহাদ অবিস্মরণীয় নাম: তারেক রহমান
টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায় 
ড. তোফায়েল আহমেদের ইন্তেকালে জামায়াতের শোক
লক্ষ্মীপুরে গ্রাম আদালতের সুফল পাচ্ছেন নাগরিকরা, সহজে সেবা পাওয়ায় খুশি 
সারাদেশে ১০ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলছে: মহাপরিচালক
১০