দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৬:১৭

দিনাজপুর, ১৭ মে ২০২৫ (বাসস) : জেলার ফুলবাড়ী উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় সোহাগ হোসেন (৩০) ও  তোজাম্মেল হক (৩২) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় জেলার ফুলবাড়ী পৌরসভার সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোসেন জেলার ফুলবাড়ী পৌরসভার শাহবাজপুর এলাকার লুৎফর রহমানের পুত্র এবং নিহত তোজাম্মেল হক (৩২) জেলার বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের নজমুল হকের পুত্র। নিহত তোজাম্মেল হক ফুলবাড়ী পৌর এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

নিহত সোহাগ হোসেন ও তোজাম্মেল হক উভয়েই ফুলবাড়ী সদরে ঢাকা মোড়ের মজনু মিয়া খাবার হোটেলের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সোহাগ হোসেন ও তোজাম্মেল হক একসাথে মোটরসাইকেল যোগে হোটেলের কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে বিরামপুর- গোবিন্দগঞ্জ  আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগ হোসেন ও তোজাম্মেল হক নিহত হন। 

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষযটি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধারের পর ময়না-তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার নিন্দা জানালো সরকার
১০