সাম্য হত্যাকাণ্ডের বিচার বিশেষ ট্রাইবুনালে পাঠানো হবে : ডিএমপি

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১:১৯

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের যথাযথ বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে বিশেষ ট্রাইবুনালে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা শেষে এক যৌথ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের চার্জশিট দেব। যথাযথ ও দ্রুততম সময়ের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালে পাঠিয়ে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তিরর জন্য সকল ব্যবস্থা নেব।

তিনি বলেন, এ ঘটনা ঘটার পর  আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। আমি বলতে চাই আমরা চেষ্টা করবো এ ধরণের অপরাধের মূল উদ্ঘাটন করতে এবং সেই তদন্ত দ্রুততম  সময়ের মধ্যে শেষ করে আদালতে চার্জশিট দাখিল করতে।

তিনি আরও বলেন,  গভীর রাতে এমন একটি ঘটনা ঘটেছে। যারা এর সাথে জড়িত তাদের অনেকেই অসুস্থ ছিল। তাদেরকে আমরা বিভিন্ন হাসপাতাল থেকে হেফাজতে নেই। পরে আদালত থেকে রিমান্ডে নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম আগামী সাত দিনে শেষ করে আমরা চেষ্টা করবো পুলিশের তরফ থেকে পূর্ণাঙ্গ ব্রিফিং দিতে। তবে আমাদের আন্তরিকতার কোন অভাব নেই। আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু তদন্তের খাতিরে সব বলতে পারছি না। তবে মনে করছি আগামী এক সপ্তাহের মধ্যে এটা মূল ঘটনা উদ্ঘাটিত হবে। আমরা চার্জশিট দিয়ে এই অপরাধের যথাযথ বিচারের জন্য বিশেষ ট্রাইবুনালে এটা পাঠিয়ে, দ্রুততম সময়ের মধ্যে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সকল ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৮ সালের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়বেন না ট্রাম্প
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত   
২০২১ সালের পর ২৮টি ‘কার্বন বোমা’ প্রকল্প চালু হয়েছে: এনজিওগুলোর সতর্কতা
নেপালের আমা দাবলাম পর্বতে দুই পর্বতারোহীর মৃত্যু
মধ্য এশিয়ার নেতাদের নিয়ে শীর্ষ বৈঠক আয়োজন করবেন ট্রাম্প
ফের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন বোয়িং কর্মীদের: ইউনিয়ন
দেশের মানুষ জানে কীভাবে স্বৈরাচার বিদায় করতে হয়: ডা. এজেডএম জাহিদ
ট্রাম্পের সঙ্গে পুনরায় বাণিজ্য আলোচনায় প্রস্তুত কানাডার প্রধানমন্ত্রী
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার
গ্রিসে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিহত ৪
১০