খুলনায় জলবায়ু নীতিতে উপকূলীয় ঐতিহ্য সংরক্ষণের দাবি

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১:৪৩
প্রতীকী ছবি

খুলনা, ১৭ মে, ২০২৫ (বাসস) : উপকূলীয় এলাকার ঐতিহাসিক স্থাপনা ও সংস্কৃতি রক্ষায় তা জাতীয় জলবায়ু নীতিতে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আজ শনিবার বিকেলে স্থানীয় এক হোটেলে আয়োজিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের শেষ দিনে এ দাবি জানানো হয়।

‘ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রিজার্ভিং লিগেসিস’ প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়। সেমিনারে বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরীকে কেন্দ্র করে এই আলোচনা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রকল্পের নির্বাহী পরিচালক ড. ভিক্টোরিয়া হারম্যান। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে যুক্ত হন।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর আওতায় ২০০৯ সালে প্রণীত ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা’য় উপকূলীয় সংস্কৃতি ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের বিষয়টি উল্লেখ নেই।

তারা জানান, এসব স্থাপনা এখন জলবায়ু পরিবর্তনের হুমকিতে রয়েছে কিন্তু সরকারি দপ্তরগুলোতে পর্যাপ্ত অর্থ, জনবল বা সমন্বিত পরিকল্পনা নেই।

বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ঐতিহ্য রক্ষা করতে হবে। এসব সম্পদ শুধু ইতিহাস নয়, বরং শিক্ষা, গবেষণা ও পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ।

কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, বিশ্ব ঐতিহ্য স্থানগুলো জাতীয় গর্ব। এসব রক্ষায় সরকারি-বেসরকারি সব খাতকে একসাথে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাগেরহাট প্রকল্পের প্রধান সমন্বয়কারী ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন সেমিনারের ফলাফলের সারাংশ উপস্থাপন করেন। 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উদ্যোগ দক্ষিণাঞ্চলের অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের পথ দেখাবে। পাশাপাশি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রেও সুযোগ তৈরি করবে। 

সেমিনারের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০