ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক শান্তির পথ প্রশস্ত করেছে : জাহিদ

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ২২:৪০
ফাইল ছবি

ঢাকা, ২১ জুন, ২০২৫ (বাসস) : বিএনপির নেতা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক রাজনৈতিক অঙ্গনে বহু বিশৃঙ্খলা ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে শান্তির পথ উন্মোচন করেছে।

আজ শনিবার ‘জাতীয় বীর জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী গবেষণা ফাউন্ডেশন (এনআরএফ) আয়োজিত এ অনুষ্ঠানটি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

ডা. জাহিদ বলেন, ‘আপনি যদি ওই বৈঠকের আগে ও পরে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন, নানা ধরনের বিশৃঙ্খলা ও অস্থিরতা কমে এসেছে, দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে এসেছে।’

তিনি বলেন, ‘যে নির্বাচনকে নানা মহল প্রশ্নবিদ্ধ ও ধ্বংস করতে চেয়েছিল, তা নিয়ে এখন জনগণের আশাবাদ তৈরি হয়েছে।”তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের ক্ষমতা ও রাষ্ট্রে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়া জাতি ও গণতন্ত্র- দু’টিরই মঙ্গল বয়ে আনবে।

এনআরএফ-এর আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সংগঠনের সদস্যসচিব ফারিদ উদ্দিন আহমেদ সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষক অধ্যাপক তাজমেরী এস. এ. ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম সেলিম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আসি, ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯
আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভেনিজুয়েলায় 'অবৈধ' মার্কিন সেনা মোতায়েনের তীব্র নিন্দা মাদুরোর
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি বেড়েছে, কমেছে দাম
মুক্তি পেলেন ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গার্সিয়া
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
১০