মুক্তি পেলেন ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গার্সিয়া

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৩:৫২

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কিলমার আব্রেগো গার্সিয়াকে শুক্রবার সালভাদরের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি নিয়ে তীব্র বিতর্কের সময় ভুলভাবে তাকে এল সালভাদরের একটি কারাগারে নির্বাসিত করা হয়েছিল। 

তাকে মানব পাচারের অভিযোগে আটক করা হয়েছিল।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত মার্চ মাসে এল সালভাদরের একটি কুখ্যাত সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে ভুল করে পাঠানোর পর, কিলমার আব্রেগো গার্সিয়াকে ফিরিয়ে আনার জন্য মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেয়।

জুন মাসে তাকে দেশে ফেরত পাঠানো হয় এবং তারপর তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। তাকে অবৈধ অভিবাসী পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়। শুক্রবার, একজন মার্কিন বিচারকের আদেশে তাকে টেনেসির কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

গার্সিয়ার আইনজীবী শন হেকার এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘কিলমার আব্রেগো গার্সিয়া আজ মুক্ত’। 

এই মামলাটি ট্রাম্পের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতীক হয়ে উঠেছে।

ডানপন্থী সমর্থকরা রিপাবলিকান প্রেসিডেন্টের কঠোরতার প্রশংসা করেছেন। কিন্তু আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা তাদের বক্তব্যের তীব্র নিন্দা করেছেন। 

হেকার বলেন, আব্রেগো গার্সিয়া এখন মেরিল্যান্ডে তার পরিবারের কাছে যাচ্ছেন, অবৈধভাবে গ্রেপ্তার এবং নির্বাসন এবং তারপর কারারুদ্ধ হওয়ার পর। তিনি সরকারের প্রতিশোধমূলক আক্রমণের স্বীকার। তিনি প্রশাসনের আইনের শাসনের ওপর ক্রমাগত আক্রমণের বিরুদ্ধে লড়াই করার সাহস পেয়েছিলেন।’

হেকার আরো বলেন, আব্রেগো গার্সিয়া ‘কৃতজ্ঞ যে আমেরিকার আদালতে তার প্রবেশাধিকার অর্থপূর্ণ যথাযথ প্রক্রিয়া প্রদান করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০