শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিক

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১১:০১
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

জ্বর ও শ্বাসনালীর প্রদাহে আক্রান্ত হয়ে শিমুল বিশ্বাস রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৮ আগস্ট থেকে তিনি সেখানে ভর্তি আছেন।

গতকাল বিকালে ডা. রফিক হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। এসময় তিনি আরও বিস্তারিত পরীক্ষার পরামর্শ দেন। আজ পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পর তার তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য যাবে বলেও জানান তিনি। ডা. রফিক বলেন, বর্তমানে শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

নিজ জেলা পাবনায় সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিমুল বিশ্বাস। পরে জরুরি ভিত্তিতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক পরীক্ষায় তার শরীরে চিকুনগুনিয়া ভাইরাস ধরা পড়ে। এছাড়া তিনি জ্বর, শ্বাসনালীর প্রদাহ ও কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯
আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভেনিজুয়েলায় 'অবৈধ' মার্কিন সেনা মোতায়েনের তীব্র নিন্দা মাদুরোর
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি বেড়েছে, কমেছে দাম
মুক্তি পেলেন ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গার্সিয়া
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
১০