রাজধানীর মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান: ১০ সন্ত্রাসী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:১৩
মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসীদের আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: আইএসপিআর

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর মাটিকাটা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত ২ টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এই বিশেষ অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ৩ টি স্বয়ংক্রিয় পিস্তল, ১ টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ অভিযানটি পরিচালনা করা হয়।

আনুমানিক ভোর ৫ টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেফতার এড়ানো অসম্ভব বিবেচনা করে টহল দলের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোঁড়ে। এ পরিস্থিতিতে সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হয়। সেনাবাহিনীর টহল দল তাদের গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরাকের সঙ্গে পারমাণবিক ও প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বাতিলের আহ্বান টিআইবি’র
রাজশাহীর হত্যা মামলার দুই পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার
সিরিজ হার এড়াতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ ‘এ’ দল
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রুশ চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান
আয়ারল্যান্ডের মাটিতে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ
ভারতীয় গণমাধ্যমে গ্রেটার বাংলাদেশ ম্যাপ নিয়ে ভুয়া সংবাদ প্রচার সনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
চট্টগ্রামে নকল জুস কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ১ 
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 
হায়দারাবাদের কাছে হেরে প্লে-অফের আশা শেষ লক্ষ্মৌর
১০