লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৪:০৮

লক্ষ্মীপুর, ২০, মে, ২০২৫ (বাসস): জেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রফিক উল্যাহ(৩৮) নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।  

আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের করইতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক উল্যাহ কমলনগর উপজেলার চরফলকন এলাকার নুরুল আমিনের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কমলনগর উপজেলার চরফলকন এলাকা থেকে অটোরিকশা যোগে রফিক উল্যাহসহ অন্যরা লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন।

অটোরিকশাটি করইতলা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে। এসময় মো. রফিক উল্যাহসহ চারজন আহত হয়। 

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান রফিক উল্যাহ। অন্য আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, পথেই মারা যান রফিক উল্যাহ। অন্য আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থায় গুরুতর।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০