চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৪:৫৫
মঙ্গলবার চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২০ মে, ২০২৫ (বাসস): জেলায় ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন(৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলা রেলস্টেশন সংলগ্ন রেলগেটের অদূরে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। 

নিহত আব্দুল মোমিন শহরের বাগানপাড়ার মৃত আলী হোসেনের ছেলে।  তিনি একটি আমবাগানের পাহারাদার হিসেবে কাজ করতেন।

রেলওয়ে পুলিশ ও পরিবারের সদস্যদরা জানান, গতকাল সোমবার রাতে প্রতিদিনের মতো আমবাগান পাহারায় ছিলেন আব্দুল মোমিন। গরমে রাতে কোনো এক সময় রেললাইনের পাশে ঘুমিয়ে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে আজ ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জেলা  রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু বলেন,  ট্রেনের ধাক্কায় কপালের বাম পাশে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০