হবিগঞ্জে ভাবী, ভাতিজীসহ তিনজনকে হত্যা মামলায় দেবরের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৬:১৮
ছবি : বাসস

হবিগঞ্জ, ২০ মে, ২০২৫ (বাসস) :জেলার মাধবপুরে জামি নিয়ে বিরোধের জেরে ভাবী, ভাতিজীসহ তিনজনকে হত্যা মামলার দোষী প্রমাণিত হওয়ায় শাহ আলম ওরফে তাহের উদ্দিন নামে এক দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার বেলা ১২টার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) এর আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশারফ ইউসুফ এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামের শাহ আলম ওরফে তাহের উদ্দিন (৫০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামের শাহ আলম ওরফে তাহের উদ্দিনের  সঙ্গে তার ভাবী জাহানারা খাতুনের জমি নিয়ে বিরোধ চলছিল।

এর জের হিসেবে ২০১৬ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় তাহের ধারালো ছুরি নিয়ে ভাবিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ সময় তার  চিকৎকারে মেয়ে শারমিন আক্তার ও ছেলে শিমুল মিয়া এগিয়ে আসলে তাদেরকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ভাবী মারা যায়। গুরুতর আহত অবস্থায় ভাতিজী ও ভাতিজাকে হাসপাতালে নেয়া হলে তারাও মৃত্যুবরণ করে।

এ ঘটনায় জাহানারার দুলাভাই মোহন মিয়া বাদী হয়ে ২৪ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে পিবিআই ২০১৭ সালের ৫ ডিসেম্বর আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আসামীর উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার আইনজীবী অতিরিক্ত পিপি এ্যাড. আফজাল হোসেন জানান, আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
দুধ আমদানি কমাতে সারাদেশে চিলিং পয়েন্ট স্থাপন করা হবে : ফরিদা আখতার
ভারতে হাসিনা-এস আলম গ্রুপের প্রধানের বৈঠক নিয়ে বিএনপির উদ্বেগ 
বাণিজ্য ঘাটতি কমাতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা
ইজি বাইকে পূর্ণ যাত্রী বহন করলে যানজট কমবে, বিদ্যুৎ সাশ্রয় হবে : গবেষণা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলার
কাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে প্রথম রিলিজ স্লিপের ফল প্রকাশ
গণতন্ত্র ও লিঙ্গসমতার ওপর গুরুত্বারোপ তারেক রহমানের
সংশোধনী আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইনে, মতামত চেয়েছে মন্ত্রণালয়
রাজশাহীর রেশম ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার
১০