কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনা করছে সরকার : অর্থ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৯:২৫
মঙ্গলবার অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ মে ২০২৫ (বাসস) : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার।

আজ মঙ্গলবার অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের পৃথক দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘মহার্ঘ ভাতা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’

তবে মহার্ঘ ভাতার হার কেমন হবে সে বিষয়ে কিছু বলেননি অর্থ উপদেষ্টা। 

ড. সালেহউদ্দিন জানান, ‘আমি এ বিষয়ে একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ শেষ হলে মতামত দেবে। মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা মোটামুটি আছে, তবে বাজেটে কী পরিমাণে দেওয়া সম্ভব, তা নির্ধারণে কিছুটা সময় লাগবে।’

বাংলাদেশি কিছু পণ্যের ওপর ভারতের  আমদানি নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।’

সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশি  কিছু পণ্যের ওপর  নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

এ ছাড়া, এনবিআরকে দুটি আলাদা বিভাগে ভাগ করার অধ্যাদেশ কার্যকর হওয়ায় রাজস্ব কর্মকর্তাদের অবস্থান প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, ‘এ বিষয়ে সরকারের নতুন করে কিছু বলার নেই।’ 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
১০