কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনা করছে সরকার : অর্থ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৯:২৫
মঙ্গলবার অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ মে ২০২৫ (বাসস) : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার।

আজ মঙ্গলবার অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের পৃথক দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘মহার্ঘ ভাতা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’

তবে মহার্ঘ ভাতার হার কেমন হবে সে বিষয়ে কিছু বলেননি অর্থ উপদেষ্টা। 

ড. সালেহউদ্দিন জানান, ‘আমি এ বিষয়ে একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ শেষ হলে মতামত দেবে। মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা মোটামুটি আছে, তবে বাজেটে কী পরিমাণে দেওয়া সম্ভব, তা নির্ধারণে কিছুটা সময় লাগবে।’

বাংলাদেশি কিছু পণ্যের ওপর ভারতের  আমদানি নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।’

সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশি  কিছু পণ্যের ওপর  নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

এ ছাড়া, এনবিআরকে দুটি আলাদা বিভাগে ভাগ করার অধ্যাদেশ কার্যকর হওয়ায় রাজস্ব কর্মকর্তাদের অবস্থান প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, ‘এ বিষয়ে সরকারের নতুন করে কিছু বলার নেই।’ 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৩০ নভেম্বর
খাগড়াছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান
খাগড়াছড়িতে ৮৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক
মাছ ধরার নৌযান আটক করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ভেনেজুয়েলা
নাটোরে ৪ মণ গাঁজাসহ চারজন গ্রেফতার
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আগে ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধের দাবি ট্রাম্পের
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
মেক্সিকো সিটিতে গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩
মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
১০