জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৫০টি লিস্টার ও চারটি বাল্কহেড ধ্বংস

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৯:৪৬ আপডেট: : ২০ মে ২০২৫, ২০:০৪
ছবি : সংগৃহীত

সিলেট, ২০ মে, ২০২৫ (বাসস) : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৫০টি লিস্টার মেশিন ও বোমা মেশিন এবং চারটি বাল্ক হেডের বিভিন্ন যন্ত্রপাতি (মেশিন, বেটারি ও যন্ত্রপাতি) ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। অভিযানে সার্বিক সহায়তা করে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ পুলিশ, বিজিবি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, একটি চক্র জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল। খবর পেয়ে জাফলং ইসিএ এলাকায় পরিবেশ, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং  ৫০ টি লিস্টার মেশিন ও বোমা মেশিন এবং ৪ টি বাল্ক হেড ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
১০