চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউট স্থানান্তর 

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ২০:০২

চট্টগ্রাম উত্তর (হাটহাজারি), ২০ মে, ২০২৫ (বাসস) : অবশেষে বন্দর নগরীর বাদশা মিয়া সড়ক থেকে চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হলো।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর চারুকলা ক্যাম্পাস থেকে আসবাবপত্র বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের কাজ শুরু হয়েছে।

আগামী ২২ মে থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ক্লাস শুরু করার কথা জানিয়েছেন চবি কর্তৃপক্ষ।

গত ২২ এপ্রিল চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। পরদিন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি ৫৬১তম সিন্ডিকেট সভায় চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করে চবি’র উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ‘সিন্ডিকেট মিটিংয়ে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সমাবর্তনের প্রস্তুতির জন্য ক্যাম্পাসে শিফট করা সম্ভব হয়নি। আজ (মঙ্গলবার) থেকে মূল ক্যাম্পাসে চারুকলা ইন্সটিটিউটের সরঞ্জামগুলো নিয়ে আসা হচ্ছে।’

চারুকলা ইনস্টিটিউটের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘শিক্ষার্থীরা চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে আন্দোলন করেছিল। তাদের দাবিটি সিন্ডিকেট মিটিংয়ে বাস্তবায়িত হয়ছে। আজ চূড়ান্তভাবে চারুকলা মূল ক্যাম্পাসে ফিরছে।’

চট্টগ্রাম নগরী থেকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে ২০২২ সাল থেকে আন্দোলন করে আসছিল চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। মূল ক্যাম্পাসে ক্লাস করতে পারবে এতে তারা ভীষণ আনন্দিত। দাবি বাস্তবায়িত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০