ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় স্থানীয় জনসাধারণের মাঝে আজ মঙ্গলবার মেডিকেল সেবা প্রদানের পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে আজ ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার ক্ষেতলাল মডেল পাইলট স্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ৯৩৮ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ওষুধ বিতরণ করা হয়।
উল্লিখিত, ক্যাম্পেইনে মেডিসিন, শিশু, প্রসূতি রোগ এবং চক্ষু বিশেষজ্ঞগণ এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন। রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও ক্রমান্বয়ে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনী রাজশাহী বিভাগের জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় এবং মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আইএসপিআর জানায়।