মৌলভীবাজারে চা শ্রমিক দিবস পালিত

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ২১:৪৮
ছবি : সংগৃহীত

মৌলভীবাজার, ২০ মে, ২০২৫ (বাসস): চা শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের স্মরণে আজ মঙ্গলবার মৌলভীবাজারে পালিত হলো ‘চা-শ্রমিক দিবস’। স্থানীয়ভাবে এটি ‘মুল্লুকে চলো’ দিবস নামে পরিচিত।

১৯২১ সালের ২০ মে, বৃটিশদের অত্যাচার থেকে মুক্তি পেতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক পায়ে হেঁটে চাঁদপুরের মেঘনা স্টিমার ঘাটে পোঁছান নিজেদের জন্মভূমিতে ফেরার জন্য। এ সময় বৃটিশ গোর্খা বাহিনীর সৈনিকরা নির্বিচারে গুলি করে শত শত চা শ্রমিকদের হত্যা করে মেঘনা নদীতে লাশ ভাসিয়ে দেয়। সেই থেকে এই দিনটি ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটির ১০৪ তম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও মৌলভী চা বাগান পঞ্চায়েত কমিটির যৌথ উদ্যোগে মৌলভী চা বাগান প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল অস্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, শ্রমিক সমাবেশ ও স্মরণ র‌্যালি।

এছাড়া, শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে পৃথকভাবে একটি আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পঙ্কজ এ কন্দ। সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দি, শ্রমিক নেতা শুভাস রবিদাশ ও সুমন তাঁতি উপস্থিত ছিলেন ।

আলোচনায় বক্তারা চা শ্রমিকদের শতবর্ষের সংগ্রামের কথা স্মরণ করেন। তারা জোর দিয়ে বলেন, ১০৪ বছর পার হলেও শ্রমিকদের মৌলিক অধিকার এখনো পূরণ হয়নি।

বক্তারা ২০ মে তারিখকে জাতীয় চা শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিতে সরকারকে অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০