মৌলভীবাজারে চা শ্রমিক দিবস পালিত

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ২১:৪৮
ছবি : সংগৃহীত

মৌলভীবাজার, ২০ মে, ২০২৫ (বাসস): চা শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের স্মরণে আজ মঙ্গলবার মৌলভীবাজারে পালিত হলো ‘চা-শ্রমিক দিবস’। স্থানীয়ভাবে এটি ‘মুল্লুকে চলো’ দিবস নামে পরিচিত।

১৯২১ সালের ২০ মে, বৃটিশদের অত্যাচার থেকে মুক্তি পেতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক পায়ে হেঁটে চাঁদপুরের মেঘনা স্টিমার ঘাটে পোঁছান নিজেদের জন্মভূমিতে ফেরার জন্য। এ সময় বৃটিশ গোর্খা বাহিনীর সৈনিকরা নির্বিচারে গুলি করে শত শত চা শ্রমিকদের হত্যা করে মেঘনা নদীতে লাশ ভাসিয়ে দেয়। সেই থেকে এই দিনটি ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটির ১০৪ তম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও মৌলভী চা বাগান পঞ্চায়েত কমিটির যৌথ উদ্যোগে মৌলভী চা বাগান প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল অস্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, শ্রমিক সমাবেশ ও স্মরণ র‌্যালি।

এছাড়া, শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে পৃথকভাবে একটি আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পঙ্কজ এ কন্দ। সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দি, শ্রমিক নেতা শুভাস রবিদাশ ও সুমন তাঁতি উপস্থিত ছিলেন ।

আলোচনায় বক্তারা চা শ্রমিকদের শতবর্ষের সংগ্রামের কথা স্মরণ করেন। তারা জোর দিয়ে বলেন, ১০৪ বছর পার হলেও শ্রমিকদের মৌলিক অধিকার এখনো পূরণ হয়নি।

বক্তারা ২০ মে তারিখকে জাতীয় চা শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিতে সরকারকে অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
পশ্চিম তীরের গ্রামে শত শত গাছ উপড়ে ফেলেছে ইসরাইল
কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে যোগদান প্রধান উপদেষ্টার
ইসরাইলি হামলায় ইয়েমেনে নিহত ৬, আহত ৮৬
১০