টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ২২:৫৫
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, টিএনজেড লিমিটেড ও মাহমুদ গ্রুপের মালিকানাধীন জমি, বাড়ি, ফ্যাক্টরি ও স্থাবর সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধ করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সভায় উপদেষ্টা এ কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, টিএনজেড লিমিটেড ও মাহমুদ গ্রুপের কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য যে সকল ফ্যাক্টরির মালিকের কাছে শ্রমিকদের বকেয়া রয়েছে তাদের তালিকা প্রস্তুত করে বকেয়া পরিশোধ করা হবে। 

উপদেষ্টা অন্যান্য মালিকদের দ্রুত বকেয়া পরিশোধ করার আহ্বান জানান। অন্যথায় একইভাবে তাদের জমি, বাড়ি, ফ্যাক্টরি ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে তাদের সকল শ্রমিকের পাওনাদি দ্রুত পরিশোধ করা হবে।

উপদেষ্টা আরও বলেন, টিএনজেড লিমিটেড ও মাহমুদ গ্রুপের কর্তৃপক্ষের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

তিনি বলেন, ডার্ড গ্রুপ, টিএনজেড গ্রুপ, জেনারেশন নেক্সট, রোয়ারর ফ্যাশনের মালিকদের দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, বিকেএমইএ সভাপতি, বিজিএমইএ প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদীয় সীমানা : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
পশ্চিম তীরের গ্রামে শত শত গাছ উপড়ে ফেলেছে ইসরাইল
কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে যোগদান প্রধান উপদেষ্টার
১০