শেরপুর, ২১ মে, ২০২৫ (বাসস) : জেলায় বন্য হাতির আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টা এবং ১০টায় ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ের দরবেশতলা এবং বাকাকুড়াতে ওই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তিরা হলো একই ইউনিয়নের আব্দুল হাকিমের ছেলে আকাশ মিয়া (৩৫) এবং সহেন সিমসাংয়ের এর ছেলে ফি হাগিদক (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত ৯টার দিকে আকাশ প্রতিদিনের মতো কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় পার্শ্ববর্তী পাহাড়ি বন থেকে একটি বন্য হাতি লোকালয়ে চলে আসে এবং আকাশকে আক্রমণ করে। পরে সে গুরুতর আহত হলে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অন্যদিকে রাত ১০টার দিকে একই ইউনিয়নের বাকাকুড়ার সিএনজি চালিত অটোরিকশা চালক ফি হাগিদক গাড়ি চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। এমন সময় বন্য হাতির একটি দল তার রাস্তা আটকায়। পরে দৌড়ে পালানোর সময় হাতির আক্রমণে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন হাগিদক।
বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বলেন, নিহতের পরিবারকে বন বিভাগ থেকে আইনগতভাবে আর্থিক সহযোগিতা করা হবে।
ঝিনাইগাতীর অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন জানান, এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।