চট্টগ্রাম, ২১ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কধুরখীল ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক জমিউল হুদা সোহেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কধুরখীল ইমামনগর নাজির দীঘিরপাড় এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। সে কধুরখীল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইমামনগর গ্রামের খলিলুর রহমান বাড়ির শফিউল আলমের ছেলে। সে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা মামলার সন্দিগ্ধ আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।