ঢাকার চারপাশের ৪টি নদী দখলমুক্ত করা হচ্ছে : রিজওয়ানা হাসান

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২৩:২৭

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার চারপাশের ৪ টি নদী দখল ও দূষণমুক্তকরণের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নদীগুলো হচ্ছে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা।

তিনি বলেন, 'এবার আমরা বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রাথমিকভাবে তুরাগ নদীকে দখল এবং দূষণমুক্তকরণের কাজটা শুরু করে দিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এ লক্ষ্যে কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।'

আজ বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জাতীয় নদী দিবস-২০২৫ উপলক্ষ্যে নদী কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা নোঙ্গর ট্রাস্টের আয়োজনে 'জীবন নদী' সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর ওপর এক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, নদীর মধ্যে থাকা অবৈধ দখল  উচ্ছেদ, ড্রেজিং করার পাশাপাশি নদীর সীমানা চিহ্নিত করতে হবে ও দূষণমুক্ত করতে হবে এবং সেখানে শিল্প মালিকদের সাথে কথা বলে তাদের  কর্মকাণ্ড যেন নিয়ন্ত্রণ করা যায়, ঠিকমতো মনিটর করা যায় সেজন্য  পরিবেশ অধিদপ্তরে সক্ষমতা বাড়াতে হবে।

রিজওয়ানা হাসান  বলেন, 'বাংলাদেশটা আসলে বাঁচবেই না যদি নদীগুলো আমরা না বাঁচাই। তিনি বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর পরই অল্প সময়ের মধ্যে যেটা করেছিলাম সেটা হচ্ছে ঢাকা শহরের ১৯ টা খাল দখল ও দূষণমুক্তকরণের লক্ষ্যে কর্ম পরিকল্পনার মাধ্যমে স্বল্প ব্যয়ে ড্রেজিং করানোর কাজটা শুরু করেছিলাম। এটা কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয় ওয়ারপো,  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, উত্তর সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ মিলে একটা কর্ম পরিকল্পনা করে কাজগুলো শুরু করে দিয়েছি আমরা।   ঢাকা শহরে যেন জলাবদ্ধতা এবার কম হয়, কোনো কোনো জায়গায় যেন না-ই হয় আমরা তার জন্য কাজ করে যাচ্ছি।'

উপদেষ্টা বলেন, আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকদের কাছ থেকে রেকর্ড অনুযায়ী নদীর তালিকা নিয়েছি এবং সেটি প্রকাশ করা হয়েছে।
এছাড়া ৬৪ জেলা থেকে ৬৪ টি নদী দখল ও দূষণমুক্তকরণের তালিকা করা হয়েছে।  কিন্তু এর মধ্য থেকে ১১ টি নদী আলাদা করে নিয়েছি যেগুলোর বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করে দেয়ার চেষ্টা করবো।

উপদেষ্টা আরও বলেন এই ধরনের প্রদর্শনী মাধ্যমে মানুষকে আরও বেশি নদী কেন্দ্রিক, আরো বেশি পরিবেশ কেন্দ্রিক করা যাবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, মানুষ যখন নদী রক্ষায় জেগে উঠবে তখন সরকারের পক্ষেও বেশি দিন নিস্ক্রিয়  থাকা সম্ভব না।

পরে, উপদেষ্টা জাতীয় নদী দিবস ২০২৫  উপলক্ষ্যে ' জীবন নদী' শীর্ষক সপ্তাহব্যাপী চিত্রকর্মের প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন এবং  চিত্রকর্ম পরিদর্শন করেন। এছাড়া তিনি জাতীয় নদী দিবস উপলক্ষে নদী কর্মীদের অংশগ্রহণে জাতীয় চিত্রশালা প্রাঙ্গণে এক সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন নোঙ্গর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)'র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, হাওর অঞ্চলবাসী সংগঠনের প্রধান সমন্বয়ক জাকিয়া শিশির, সাকুরা স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম আহমেদ রিপন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিহ্নিত মাদক কারবারিসহ ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
বগুড়ায় আওয়ামী লীগ নেতা সাবেরী আলম ছোটন গ্রেফতার
ক্ষমতায় গেলে বন্ধ ২৫টি পাটকল আবারও চালু করতে কাজ করবে বিএনপি : নজরুল ইসলাম খান
ঢাকার চারপাশের ৪টি নদী দখলমুক্ত করা হচ্ছে : রিজওয়ানা হাসান
শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন আদিলুর রহমান খান
আরব আমিরাতে সর্বোচ্চ ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
দক্ষিণ সুদানে ফেব্রুয়ারি থেকে সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত : জাতিসংঘ
জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান ছাত্রশিবিরের
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
চট্টগ্রামের হালদা নদীতে ৪৪৭ কেজি মাছের পোনা অবমুক্ত
১০