কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৪:৫১

কুমিল্লা (দক্ষিণ), ২৫ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার বুড়িচং উপজেলায় আজ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মালবাহী লরির ধাক্কায় মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোটরসাইকেল যোগে জেলার দেবিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিলেন মোহাম্মদ সাদ্দাম হোসেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কংশনগর মেতিরাফ মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিঁটকে পড়েন। এসময় চলন্ত লরির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহ পরান দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০