কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৪:৫১

কুমিল্লা (দক্ষিণ), ২৫ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার বুড়িচং উপজেলায় আজ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মালবাহী লরির ধাক্কায় মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোটরসাইকেল যোগে জেলার দেবিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিলেন মোহাম্মদ সাদ্দাম হোসেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কংশনগর মেতিরাফ মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিঁটকে পড়েন। এসময় চলন্ত লরির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহ পরান দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
গাজায় হাসপাতালে ইসরাইলি হামলায় ৫ সাংবাদিকসহ নিহত ২০
নারী বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা
গাজায় ইসরাইলি হামলায় নিহত সহায়তাকারীদের জন্য রয়টার্স, এপি’র শোক 
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ
আব্দুল্লাহপুরে বেইলি ব্রিজ পুনর্নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
গুলশান এলাকায় অবৈধ সিসা লাউঞ্জ-মাদক বার বন্ধে আইনজীবীর নোটিশ
ডাকসু নির্বাচনের নিরাপত্তা জোরদারে উচ্চপর্যায়ে সভা 
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর বিদেশি মিশনগুলোর
১০