বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫০

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : উত্তর-পূর্ব বসনিয়ার একটি নার্সিং হোমে মঙ্গলবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দশ জনের মৃত্যু ও প্রায় ২০ জন আহত হয়েছে। 

পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুসারে, তুজলা অবসরপ্রাপ্তদের হোমের ১০ জন বাসিন্দা আগুনে প্রাণ হারিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশের একজন মুখপাত্র জানান, অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসা কর্মী, কর্মচারী ও হোমের বাসিন্দাসহ প্রায় ২০ জন তুজলা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সেন্টারে চিকিৎসা সেবা পেয়েছেন। 

এর আগে নার্সারি হোমটি জানিয়েছিল, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এর সপ্তম তলায় আগুন লেগে ১০ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। এতে আরও বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বাড়ির বাসিন্দা রুজা কাজিক বিএইচআরটি জাতীয় সম্প্রচারককে বলেন, ‘আমি (বাড়ির) তৃতীয় তলায় থাকি। জানালা দিয়ে বাইরে তাকালাম এবং উপর থেকে জ্বলন্ত জিনিসপত্র পড়তে দেখলাম। আমি দৌড়ে করিডোরে ঢুকে পড়লাম। উপরের তলায় বিছানায় শুয়ে থাকা লোকজন আছে।’

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ফুটেজে নার্সিংহোম ভবনের উপরের তলায় আগুন জ্বলতে দেখা যায়। 
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে আগুন লাগার কারণ নির্ধারণের জন্য পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। 

বসনিয়ার ত্রিপক্ষীয় প্রেসিডেন্সির চেয়ারম্যান জেলজকো কমসিক নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মুসলিম-ক্রোয়েট প্রধানমন্ত্রী নেরমিন নিকসিক এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘বিরাট মাত্রার বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল
ব্রাসেলস বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে
দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূজা সমাপ্ত
মার্কিন রাজনীতিতে চমক: সমাজতন্ত্রী ও ট্রাম্পবিরোধী মামদানি নিউইয়র্কের নতুন মেয়র
ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান
মাটি ও পরিবেশ রক্ষায় মেহেরপুরে কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা
বাগেরহাটে ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ 
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে পড়া অজগর সাপ উদ্ধার
শান্তিরক্ষা প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও বিপসটের চুক্তি
১০