নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:২৬

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : বোমা হামলার হুমকির তদন্তের পর বিমান কর্তৃপক্ষ ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে পুনরায় বিমান চলাচল শুরু করার নির্দেশ দিয়েছে।  মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সকালে  যুক্তরাষ্ট্রের রাজধানীর কেন্দ্রের কাছে অবস্থিত এই বিমানবন্দরটি  বিমান চলাচল স্থগিত করা হয়।  ফেডারেল এভিয়েশন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ‘নিরাপত্তার কারণে’ এই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।

ডাফি এক্স-এ এক পোস্টে বলেছেন, হিউস্টন থেকে আসা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া যায়।

ডাফি বলেন, ‘বিমানটি ডিসিএতে নিরাপদে অবতরণ করেছে, যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা বিমানটিতে পূর্ণ তল্লাশি চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে নিরাপত্তা জনিত কোনো সমস্যা নেই এবং কার্যক্রম আবার শুরু হয়েছে।’

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান একটি সহায়ক ট্যাক্সিওয়েতে চলে গেছে এবং কাছাকাছি বেশ কয়েকটি পুলিশ গাড়ি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
১০