নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:২৬

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : বোমা হামলার হুমকির তদন্তের পর বিমান কর্তৃপক্ষ ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে পুনরায় বিমান চলাচল শুরু করার নির্দেশ দিয়েছে।  মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সকালে  যুক্তরাষ্ট্রের রাজধানীর কেন্দ্রের কাছে অবস্থিত এই বিমানবন্দরটি  বিমান চলাচল স্থগিত করা হয়।  ফেডারেল এভিয়েশন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ‘নিরাপত্তার কারণে’ এই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।

ডাফি এক্স-এ এক পোস্টে বলেছেন, হিউস্টন থেকে আসা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া যায়।

ডাফি বলেন, ‘বিমানটি ডিসিএতে নিরাপদে অবতরণ করেছে, যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা বিমানটিতে পূর্ণ তল্লাশি চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে নিরাপত্তা জনিত কোনো সমস্যা নেই এবং কার্যক্রম আবার শুরু হয়েছে।’

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান একটি সহায়ক ট্যাক্সিওয়েতে চলে গেছে এবং কাছাকাছি বেশ কয়েকটি পুলিশ গাড়ি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল
ব্রাসেলস বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে
দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূজা সমাপ্ত
মার্কিন রাজনীতিতে চমক: সমাজতন্ত্রী ও ট্রাম্পবিরোধী মামদানি নিউইয়র্কের নতুন মেয়র
ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান
মাটি ও পরিবেশ রক্ষায় মেহেরপুরে কৃষক ঐক্য ফাউন্ডেশনের পথসভা
বাগেরহাটে ৩ দিনব্যাপী ‘চিংড়ি চাষ’ প্রশিক্ষণ 
চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে পড়া অজগর সাপ উদ্ধার
শান্তিরক্ষা প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাবি ও বিপসটের চুক্তি
১০