ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া শুরু 

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৪:৩১

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে, ইন্দোনেশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ১১টি দেশের মিত্রদের নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

যার উদ্দেশ্য এই অঞ্চলের নিরাপত্তা জোরদার করা। 

এই মহড়ার মাধ্যমে অংশীদার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাবে এবং সম্মিলিত সক্ষমতা বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বার্ষিক ‘সুপার গরুড় শিল্ড’ মহড়া ৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী জাকার্তা এবং পশ্চিমাঞ্চলীয় দ্বীপ সুমাত্রা এবং রিয়াউ দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি স্থানে অনুষ্ঠিত হবে।

যৌথ সামরিক এই মহড়ায় ৪ হাজার ১শ’ জনেরও বেশি ইন্দোনেশিয়ার এবং ১ হাজার ৩শ’ জনেরও বেশি আমেরিকার সেনা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, ফ্রান্স, নিউজিল্যান্ড, ব্রিটেন এবং অন্যান্য দেশের অংশগ্রহণকারীরা এতে যোগ দেবে।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং অন্যান্য মিত্ররা প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, এই অঞ্চলে তাদের সামরিক মহড়াগুলো চীনকে লক্ষ্য করে নয়। 

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের কমান্ডার স্যামুয়েল পাপারো বলেছেন, সুপার গরুড় শিল্ড’ ‘এখন পর্যন্ত এই বছরের বৃহত্তম মহড়া। তিনি আরো বলেন, তারা অংশগ্রহণকারী দেশগুলোকে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবেন। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

তিনি বলেন, আমরা যখন প্রতিদিন নিজেদেরকে উন্নত করি এবং একে অপরের ওপর নির্ভর করার মতো কঠিন সময় আসে, তখন আমরা ফোন তুলে একে অপরের সাথে যোগাযোগ করি এবং গভীর আস্থার ভিত্তিতে কাজ শুরু করি’।

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, এই কর্মসূচিতে সেনাদের অনুশীলন, সাইবার প্রতিরক্ষা মহড়া এবং একটি লাইভ-ফায়ার ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

ভারত, পাপুয়া নিউ গিনি এবং পূর্ব তিমুরও মহড়ার জন্য পর্যবেক্ষক পাঠিয়েছে।

ইন্দোনেশিয়া একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখে। ওয়াশিংটন ও বেইজিংয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং পরাশক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার মাঝে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় হাসপাতালে ইসরাইলি হামলায় ৫ সাংবাদিকসহ নিহত ২০
নারী বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা
গাজায় ইসরাইলি হামলায় নিহত সহায়তাকারীদের জন্য রয়টার্স, এপি’র শোক 
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ
আব্দুল্লাহপুরে বেইলি ব্রিজ পুনর্নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
গুলশান এলাকায় অবৈধ সিসা লাউঞ্জ-মাদক বার বন্ধে আইনজীবীর নোটিশ
ডাকসু নির্বাচনের নিরাপত্তা জোরদারে উচ্চপর্যায়ে সভা 
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর বিদেশি মিশনগুলোর
বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক আঞ্চলিক ক্যাম্পেইন ও সেমিনার অনুষ্ঠিত
১০