দিনাজপুরে ঢাকাগামী কোচ কাউন্টারে জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:৪১
বৃহস্পতিবার দিনাজপুরের কালিতলা কোচ কাউন্টারে অভিযান পরিচালনা করেন বিআরটিএর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: বাসস

দিনাজপুর, ৫ জুন, ২০২৫ (বাসস): ঈদুল আজহা উপলক্ষে বিআরটিএ সার্কেল নেতৃত্বে দিনাজপুর শহরে ঢাকাগামী কোচ কাউন্টার গুলোতে অভিযান চালানো হয়। এসময় ভাড়া গ্রহণের তালিকা না থাকায় ৮টি কোচ কাউন্টার থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ সকাল ১০টায় দিনাজপুর শহরের কালিতলা কোচ কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান চলাকালীন সময় ঢাকা গামী রুটের বাস কাউন্টার গুলোতে টিকিটের মূল্য যাচাই ও তদারকি করেন কর্মকর্তারা। অভিযানে অনেক পরিবহন প্রতিষ্ঠা মূল্য তালিকা প্রদর্শন না করা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার প্রমাণ মিলে। মূল্য তালিকা না থাকায় আহাদ এন্টারপ্রাইজ, এসআর এন্টারপ্রাইজ,  শ্যামলী এন্টারপ্রাইজ, এনআর ট্রাভেলস,রোজিনা এন্টারপ্রাইজ, আরাফাত এন্টারপ্রাইজসহ ৮টি কোচে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার জরিমানা আদায় করা হয়।

অভিযানে হেরিটেজ এন্টারপ্রাইজকে টিকেট থাকার পরও টিকেট না দেয়ায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও অন্যান্য পরিবহনের কাউন্টারগুলোকে সতর্কতাসহ সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. ফয়জুর রহমান ফয়েজ ও আদনান কবির উদয়। তাদেরকে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক বোরহানউদ্দিন ও বিআরটিএ.র মোটরযান পরিদর্শক জয়নাল আবেদীন।

এ অভিযানের অংশ হিসেবে ভিজিলেন্স টিমসহ ঢাকা স্ট্যান্ড এবং দিনাজপুর জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০