খুলনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ে সেমিনার

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৪:১৪
জেলায় মঙ্গলবার বাংলা কিউআর-ভিত্তিক লেনদেনের প্রচারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ এর উদ্যোগে একটি র‌্যালি বের হয় ছবি : বাসস

খুলনা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় বাংলা কিউআর-ভিত্তিক লেনদেনের প্রচারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ এর উদ্যোগে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার খুলনার শিল্পকলা অডিটোরিয়ামে বাংলা কিউআর-ভিত্তিক লেনদেনের প্রচারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ এর উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, বাংলা কিউআর নগদের মাধ্যমে লেনদেন জনগণের জন্য আর্থিক সুরক্ষার নিশ্চয়তা প্রদান করতে পারে।

বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সরকার প্রতি বছর ভৌত মুদ্রা মুদ্রণ, পরিবহন এবং সুরক্ষায় প্রচুর পরিমাণে ব্যয় করে। আমরা যদি বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন সম্প্রসারণ করতে পারি, তাহলে এটি কেবল খরচ কমাবে না বরং জনসাধারণের আর্থিক সুরক্ষাও বৃদ্ধি করবে। 

নগদহীন বাংলাদেশের লক্ষ্যে সকলকে এই প্রচেষ্টায় যোগদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগকে জনপ্রিয় করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চালু করেছে। যার মধ্যে প্রতিটি ব্যাংক শাখায় প্রচারণা বুথ স্থাপন করা অন্তর্ভুক্ত। 

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ক্যাশলেস বাংলাদেশ ইনিশিয়েটিভের সামগ্রিক ধারণার উপর একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক রাফেজা আক্তার এ সেমিনারে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান এবং সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। 

এসময় খুলনা অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি তফসিলি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
এর আগে সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা শিল্পকলা একাডেমিতে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০