জাতির ক্রান্তিকালে স্বেচ্ছাশ্রমের স্বীকৃতি পেলেন নাটোরের ৪৩২ স্কাউট

বাসস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৪:০৫ আপডেট: : ২৯ অক্টোবর ২০২৫, ১৪:১৩
স্বেচ্ছাশ্রমের পুরস্কার পেয়েছেন জেলার ৪৩২ জন স্কাউট সদস্য। ছবি: বাসস

//ফারাজী আহম্মদ রফিক বাবন//

নাটোর, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতির ক্রান্তিকালে স্বেচ্ছাশ্রমের পুরস্কার পেয়েছেন জেলার ৪৩২ জন স্কাউট সদস্য। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য তাদের প্রশংসা সনদ প্রদান করা হয়। সম্প্রতি নাটোর জেলা স্কাউট এবং রোভারের ৪৩২ জন সদস্যকে ব্যক্তি পর্যায়ে এসব সনদ হস্তান্তর করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পরে নাটোরের রাজপথে ট্র্যাফিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের দেখা পাওয়া যায়নি। সেসময় পৌরসভার রুটিন পরিচ্ছন্নতা কার্যক্রমও বিশৃঙ্খল হয়ে পড়ে। কিন্তু রাজপথে জনসমাগম এবং যানবাহনের উপস্থিতি ছিলো স্বাভাবিক। হাজারো মানুষের বিচরণে অপরিচ্ছন্ন হতে থাকে জনপদ। যানবাহনের ভিড়ে বিশৃঙ্খল হয়ে পড়ে সড়ক আর মহাসড়কগুলো। সেসময় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসে নাটোর জেলা স্কাউট এবং রোভারের সদস্যবৃন্দ। 

অভ্যুত্থান পরবর্তী দুই সপ্তাহ ধরে তারা নাটোর শহর ছাড়াও বনবেলঘড়িয়া বাইপাস ও বড়হরিশপুর বাইপাস এলাকা এবং বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ও গোল চত্বর এলাকায় দায়িত্ব পালন করেন। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও তারা সেসময় দায়িত্ব পালন করেন।
জেলা স্কাউটস্ সদস্য বায়েজিদ বোস্তামি সিয়াম জানান, ‘বনপাড়া গোল চত্বর এলাকায় এক সপ্তাহ ধরে নিরলসভাবে ট্র্যাফিকের দায়িত্ব পালন করেছি ’। 

অন্য স্কাউটস্ সদস্য মেহের নিগার রাইসা বলেন, ‘রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করেছি’।

নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের শিক্ষার্থী রোভার শায়লা আক্তার লিখি বাসসকে বলেন, নাটোর শহরের নীচাবাজার এলাকায় ট্র্যাফিকের দায়িত্ব পালন করেছি, আবর্জনা পরিষ্কার করেছি। 

টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রোভার রোহান হোসেন রনি বলেন, প্রচণ্ড রোদ ছিলো। কিন্তু দেশের ক্রান্তিকালে দায়িত্ব পালন করতে একটুও ক্লান্তি আসেনি।

রোভার গোলাম মো. নাসির হায়দার বাসসকে বলেন, শহরে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালনকালে যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি যানবাহনে বহনকৃত পণ্যও আমরা পর্যবেক্ষণ করেছি। যাতে কেউ কোনো অবৈধ পণ্য পরিবহণ করতে না পারে।

রাণী ভবানী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী রোভার নুপুর বলেন, শুধু যানবাহন নিয়ন্ত্রণই নয়, অসংখ্য পথচারীকে রাস্তা পার করে দিয়েছি। দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্য মানুষের ভালোবাসাও পেয়েছি। 

ব্যবসায়ী  আর পথচারীদের মধ্যে অনেকেই আমাদের সফট ড্রিংকস্, জুস আর নাস্তা খাইয়েছেন। 

নাটোর জেলা স্কাউটসে সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পরে নাটোর জেলার সড়ক ও মহাসড়কগুলো ট্র্যাফিক পুলিশের অনুপস্থিতির কারণে বিশৃঙ্খল হয়ে পড়ে। জাতির এই ক্রান্তিকালে এগিয়ে আসে নাটোর জেলা স্কাউটস্। জেলার স্কাউটস্ সদস্যদের সড়ক ও মহাসড়কগুলোতে নিয়োজিত করা হয়। দুই সপ্তাহ ধরে তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তাদের এই সেবার স্বীকৃতি স্বরূপ নাটোরের ২৭৬ জন স্কাউটস সদস্যকে সনদ প্রদান করা হয়েছে।

নাটোর জেলা রোভারের কমিশনার ড. মো. আল আমিন ইসলাম বাসসকে বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সড়ক ও মহাসড়কে দায়িত্বপালনকারী জেলা রোভারের সদস্য এবং রোভার রীডারদের মধ্য থেকে ১৫৬ জন প্রশংসাসূচক সনদ পেয়েছেন। এই সনদ প্রাপ্তি গৌরবের। শুধু ট্র্যাফিক ব্যবস্থাপনা কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রমই নয়, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে এবং দুর্যোগকাল বা জাতির প্রয়োজনে নাটোর জেলা রোভারের সদস্যরা সদা প্রস্তুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রত্যাবর্তন ম্যাচে ব্যর্থ বাবর, হারল পাকিস্তান
মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়
চট্টগ্রামে যুবদলকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮
সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে : ধর্ম উপদেষ্টা
দিনাজপুরে হাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষা আগামী ২৬-২৮ জানুয়ারি 
সাতক্ষীরায় মেধাবী রত্নার পাশে দাঁড়ালেন ছাত্রদলের শাহিন
সিঙ্গাপুরে সাপ্লাই চেইন ফাইন্যান্স সম্মেলনে অংশ নিয়েছে আইসিসিবি প্রতিনিধিদল
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
মুক্তিযুদ্ধের পর দেশ ভয়াবহ স্বৈরাচারের হাতে পড়েছিল : মির্জা ফখরুল
নওগাঁয় কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
১০