সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির প্রচুর চাপ থাকলেও নেই যানজট

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৩:৫১
সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির প্রচুর চাপ থাকলেও নেই যানজট। ছবি: বাসস

।। হারুন অর রশিদ খান হাসান।।

সিরাজগঞ্জ, ৫ জুন, ২০২৫ ( বাসস) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ এতে যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে প্রচুর গাড়ির চাপ থাকলেও নেই যানজট। এর মধ্যে ঈদযাত্রার শেষ মুহুর্তে এসে বেড়েছে খোলা ট্রাক-পিকআপ এবং মোটরসাইকেলে চলাচল করা মানুষের সংখ্যা। তবে যানবাহনের প্রচুর চাপ থাকায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় থেমে থেমে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

বৃহস্পতিবার সকালে কড্ডা মোড়, মুলিবাড়ি চেকপোষ্ট, নলকা, হাটিকুমরুল গোল-চত্বরসহ যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ঘুরে যানজটের দেখা মেলেনি। অনেকে যাত্রীবাহী যানের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করেও যাত্রা করেছেন। সিরাজগঞ্জ মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন উত্তরের ও দক্ষিণের যাত্রীরা। তবে যানবাহনের প্রচুর চাপ থাকায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রয়েছে ধীরগতি। মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির প্রচুর চাপ বেড়েছে। তবে কোথাও কোনো যানজট নেই। হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে এমন প্রশ্নে তিনি বলেন, হাটিকুমরুল এলাকায় স্বাভাবিক ভাবেই যানবাহনগুলো চলাচল করছে কোনো ধীরগতি বা যানজট নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা অঞ্চলের শুনানিতে আসন বৃদ্ধির দাবি
শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আবার আগামীকাল
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
১০