সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির প্রচুর চাপ থাকলেও নেই যানজট

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৩:৫১
সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির প্রচুর চাপ থাকলেও নেই যানজট। ছবি: বাসস

।। হারুন অর রশিদ খান হাসান।।

সিরাজগঞ্জ, ৫ জুন, ২০২৫ ( বাসস) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ এতে যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে প্রচুর গাড়ির চাপ থাকলেও নেই যানজট। এর মধ্যে ঈদযাত্রার শেষ মুহুর্তে এসে বেড়েছে খোলা ট্রাক-পিকআপ এবং মোটরসাইকেলে চলাচল করা মানুষের সংখ্যা। তবে যানবাহনের প্রচুর চাপ থাকায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় থেমে থেমে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

বৃহস্পতিবার সকালে কড্ডা মোড়, মুলিবাড়ি চেকপোষ্ট, নলকা, হাটিকুমরুল গোল-চত্বরসহ যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ঘুরে যানজটের দেখা মেলেনি। অনেকে যাত্রীবাহী যানের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করেও যাত্রা করেছেন। সিরাজগঞ্জ মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন উত্তরের ও দক্ষিণের যাত্রীরা। তবে যানবাহনের প্রচুর চাপ থাকায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রয়েছে ধীরগতি। মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির প্রচুর চাপ বেড়েছে। তবে কোথাও কোনো যানজট নেই। হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে এমন প্রশ্নে তিনি বলেন, হাটিকুমরুল এলাকায় স্বাভাবিক ভাবেই যানবাহনগুলো চলাচল করছে কোনো ধীরগতি বা যানজট নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০